নয়াদিল্লি, ২৬ সেপ্টেম্বর (হি.স.): অর্থনীতি নিয়ে চিন্তা বাড়িয়ে এ বার পতনের আরও একটি মাইলফলক ছুঁয়ে ফেলল ডলারের সাপেক্ষে টাকার দাম। সোমবার বাজার খোলার সঙ্গে সঙ্গেই ডলারের নিরিখে ৫৬ পয়সা পতন হয় টাকার, ডলারের নিরিখে টাকার দাম পৌঁছয় ৮১.৫৪-তে। নতুন করে টাকার দামের এই পতনে অর্থনীতি নিয়ে যথেষ্ট চিন্তা বাড়ছে।
যুদ্ধ, অশোধিত তেলের চড়া দর এবং বিভিন্ন দেশে সুদের হার বৃদ্ধিই টাকা পড়ার পিছনে দায়ী বলে মনে করছে অর্থনীতি বিশেষজ্ঞরা। বিশেষত আমেরিকায় সুদ বৃদ্ধির কারণে ভারতের শেয়ার বাজার থেকে বিদেশি লগ্নিকারী সংস্থাগুলি ক্রমাগত পুঁজি সরানোর বিরূপ প্রভাব দেখা গিয়েছে তার দরে।