নয়াদিল্লি, ২৬ সেপ্টেম্বর (হি.স.): রাজধানী দিল্লিতে ডেঙ্গুর প্রকোপ ক্রমেই বাড়ছে। সেপ্টেম্বর মাসে দেশের রাজধানীতে মশাবাহিত এই রোগে অসুস্থ হয়েছেন ২৮১ জন, বিগত সপ্তাহেই আক্রান্ত হয়েছিলেন ১২৯ জন। চলতি বছর এখনও পর্যন্ত দিল্লিতে ২৫২টি ডেঙ্গু আক্রান্তের ঘটনা সামনে এসেছে, তবে স্বস্তির বিষয় হল কারও মৃত্যু হয়নি। দিল্লিতে কিছুতেই কমানো যাচ্ছে ডেঙ্গুর প্রাদুর্ভাব। জানুয়ারিতে দিল্লিতে ২৩ জন ডেঙ্গিতে আক্রান্ত হয়েছিলেন, ফেব্রুয়ারিতে ১৬, মার্চে ২২, এপ্রিলে ২০, মে-তে ৩০, জুনে ৩২ জন, জুলাই মাসে ২৬ জন, আগস্টে এই সংখ্যা ছিল ৭৫, কিন্তু সেপ্টেম্বর মাসে এখনও পর্যন্ত দিল্লিতে ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন ২৮১ জন।
সোমবার দিল্লি মিউনিসিপ্যাল কর্পোরেশনের পক্ষ থেকে জানানো হয়েছে, দিল্লিতে চলতি সেপ্টেম্বর মাসে ২৮১ জন ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন, আগস্ট মাসে আক্রান্ত হয়েছিলেন ৭৫ জন। চলতি বছরে এখনও পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্তের সংখ্যা ৫২৫, যদিও ডেঙ্গুতে কারও মৃত্যু হয়নি। আগের বছরই দিল্লিতে ডেঙ্গুতে মৃত্যু হয়েছিল ২৩ জনের। ২০১৭ সালে ১০ জনের মৃত্যু হয়েছিল দিল্লিতে। ২০১৮ সালে মৃত্যু হয়েছিল ৪ জনের, ২০১৯-এ দু’জনের, ২০২০-তে একজনের, সবথেকে বেশি মৃত্যু হয়েছিল ২০২১ সালে। তবে শুধু ডেঙ্গু নয়, ম্যালেরিয়া, চিকনগুনিয়ার মতো মশাবাহিত রোগও ছড়িয়েছে রাজধানীর বুকে।