১৯-তম দিনে পড়ল কংগ্রেসের ভারত জোড়ো যাত্রা, পদযাত্রার মধ্যেই ফুটবলে মাতলেন রাহুল

কোচি, ২৬ সেপ্টেম্বর (হি.স.): দেখতে দেখতে ১৯-তম দিনে পড়ল কংগ্রেসের ‘ভারত জোড়ো যাত্রা’। সোমবার সকালে কেরলের পালাক্কড়ের শোরানুর থেকে শুরু হয় কংগ্রেসের ‘ভারত জোড়ো যাত্রা’, কংগ্রেস নেতা রাহুল গান্ধীর নেতৃত্বে পদযাত্রায় হাঁটেন অসংখ্য কংগ্রেস নেতা, কর্মী ও সমর্থকরা। সাধারণ মানুষও পদযাত্রায় অংশ নেন, তরুণ খেলোয়াড়রা ফুটবল নিয়েই পদযাত্রায় নেন, তাঁদের সঙ্গে ফুটবলে মেতে ওঠেন কংগ্রেস সাংসদ রাহুল গান্ধী।

পালাক্কড়ের শোরানুরের এসএমপি জংশন থেকে এদিনের ভারত জোড়ো যাত্রা শুরু হয়। ভারত জোড়ো যাত্রায় অংশ নেন ট্রিপল জাম্প ইভেন্টে কমনওয়েলথ রুপো জয়ী আবদুল্লাহ আবুবকর। কংগ্রেস এদিন দাবি করেছে, ভারত জোড়ো যাত্রা দিন দিন বড় হচ্ছে। জনগণের বিপুল অংশগ্রহণ সমস্ত পদযাত্রীকে ঐক্যবদ্ধ ভারতের জন্য লড়াই চালিয়ে যেতে অনুপ্রাণিত করছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *