গুয়াহাটি, ২৬ সেপ্টেম্বর (হি.স.) : বিশ্ববিখ্যাত শক্তিপীঠ কামাখ্যা মন্দিরে মায়ের পুজো দিলেন বলিউডের মোহময়ী অভিনেত্ৰী মহিমা চৌধুরী। মা কামাখ্যার পুজো দিতে আজই তিনি গুয়াহাটি এসেছিলেন।
আজ সোমবার সকালে দেবী কামাখ্যার শ্ৰীচরণে পূজা দিয়ে আশির্বাদ নিয়েছেন অভিনেত্ৰী মহিমা। উল্লেখ্য, বিগত কিছুদিন ধরে অসুস্থ ছিলেন অভিনেত্ৰী মহিমা চৌধুরী। তবে তিনি আজ সংবাদ মাধ্যমের সামনে কোনও মন্তব্য করেননি।

