যোধপুরে মাদকসহ গ্রেফতার ২, বাজেয়াপ্ত দশ কেজি মাদক

যোধপুর, ২৬ সেপ্টেম্বর (হি. স.) : রাজস্থানের যোধপুরের মান্দর ও মাতা কা থানার পুলিশ মাদকসহ দুই যুবককে আটক করেছে। তাদের কাছ থেকে ১০ কেজির বেশি অবৈধ মাদক উদ্ধার করা হয়েছে।

সোমবার মান্দরের এসএইচও মনীশ দেব বলেন, রবিবার গভীর রাতে গোপন সূত্রে খবর পায় মূল সিং ওরফে বিকাশ পানওয়ারের থেকে অবৈধ মদাক বাজেয়াপ্ত করা যেতে পারে। খবর পেয়েই পুলিশ সেখানে পৌঁছে তাকে আটক করে তল্লাশি চালায়। এরপর তার কাছ থেকে পাঁচ কেজি অবৈধ মাদক উদ্ধার হয়। অন্যদিকে, মাতা কা থানা পুলিশ জানিয়েছে, মাতা কা থানার বাসিন্দা মিশ্রীলাল বিশ্রোইকে ৫.১ কেজি অবৈধ মাদক সহ গ্রেফতার করা হয়েছে।