Chess :জাতীয় সাব জুনিয়র দাবার আসর দিল্লিতে

ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ২৫ সেপ্টেম্বর।। জাতীয় সাবজুনিয়র দাবা প্রতিযোগিতা এবছর হবে দিল্লিতে। ৪৭তম এম পি এল ওই আসর শুরু হবে ২০ নভেম্বর থেকে। চলবে ২৮ নভেম্বর পর্যন্ত। ইন্দিরা গান্ধী স্পোর্টস কমপ্লেক্সে হবে আসর। আসরে মোট প্রাইজমানি থাকবে ৯ লাখ টাকা। আসরের দুই বিভাগের সেরা দাবাড়ু প্রাইজমানি বাবদ পাবে ৯০ হাজার টাকা করে। এদিকে ত্রিপুরা থেকেও দাবাড়ুরা আসরে অংশ নেবে বলে জানা গেছে।