নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৫ সেপ্টেম্বর ৷৷ ঘিলাতলীতে বামেদের কর্মসূচির পাল্টায় বিজেপি দল সাড়া জাগিয়ে মিছিল ও সভা করলো শনিবার পরন্ত বেলায়৷ সম্প্রতি কল্যাণপুর বিধানসভা এলাকার ঘিলাতলীতে দীর্ঘ সাড়ে চার বছর পর বামেরা রাজনৈতিক কর্মসূচির অঙ্গ হিসাবে মিছিল সংঘটিত করেছিল৷ বামেদের এই আকস্মিক কর্মসূচিতে ব্যাপক কৌতূহলের বাতাবরণ তৈরি হয় সর্বত্র৷ বিশেষ করে বামেদের এই মিছিলে বহিরাগতদের জড়ো করা হয়েছে বলে শাসক দলসহ একাংশের তরফ থেকে নিরন্তর ভাবে অভিযোগ তোলা হয়েছে৷আজ বিজেপি দলের উদ্যোগে ঘিলাতলী এবং দক্ষিণ ঘিলাতলী গাঁওসভার কর্মী সমর্থকদের নিয়ে এক প্রতিবাদ মিছিলে বামেদের প্রতি তীব্রভাবে রাজনৈতিক হুঁশিয়ারি দেওয়া হয়৷ এদিন পড়ন্ত বিকেলে ঘিলাতলির বিজেপি কার্যালয় থেকে মিছিল শুরু হয়ে দীর্ঘ প্রায় আড়াই কিলোমিটার পথ অতিক্রম করে দক্ষিণ ঘিলাতলির পুলিন চৌমুহনিতে সভায় মিলিত হয়৷ মিছিলের অগ্রভাগে অন্যান্যদের মধ্যে ছিলেন বিজেপি খোয়াই জেলা সভাপতি তথা বিধায়ক পিনাকী দাস চৌধুরী, শক্তি কেন্দ্রের প্রমুখ নিতাই বল, মন্ডল সম্পাদক অরুন দাস সহ অন্যান্য নেতৃবৃন্দরা৷ মিছিল থেকে মুহুর্মুহু স্লোগান ধবনিত প্রতিধবনিত হয় এবং বারংবার গেরুয়া শক্তি জানান দিতে থাকে এই কল্যাণপুরের মাটিতে ৯৩ কে ফিরিয়ে আনা হবে না৷ পাশাপাশি যারা শান্তি সম্প্রীতিকে বিনষ্ট করতে চাইছেন ,যারা রাজ্যের প্রবাহমান শান্তির পরিবেশকে বিকৃত করতে চাইছেন তাদের প্রতি মিছিল থেকে তীব্র ভাষায় ধিক্কার জানানো হয়৷ এদিকে মিছিল এবং সভা থেকে নিজের প্রতিক্রিয়া ব্যক্ত করতে গিয়ে বিধায়ক পিনাকী দাস চৌধুরী বলেন যেভাবে আজকের এই প্রতিবাদে মিছিলে ঘিলাতলী এবং দক্ষিণ ঘিলাতলী গাওসভার বিভিন্ন অংশের সাধারণ মানুষরা সমবেত হয়েছেন তাদেরকে নতমস্তকে নমন জানিয়েছেন৷ তিনি কমিউনিস্টদের উদ্দেশ্যে আহ্বান করে বলেন রাজনীতি করার হলে সামনের দরজা দিয়ে রাজনীতি করুন৷ কোনভাবেই চক্রান্ত করে এলাকার পরিবেশকে বিষিয়ে তোলার চেষ্টা করা হলে কোনোভাবে ছাড় দেওয়া হবে না বলে এদিন দক্ষিণ ঘিলাতলীতে দাঁড়িয়ে হুঁশিয়ারি দিয়েছেন বিজেপির জেলা সভাপতি৷ তিনি বামেদের মিছিল সম্পর্কে বলতে গিয়ে বলেন প্রকৃতপক্ষে ঘিলাতলী অঞ্চল কমিটির আহবানে মিছিল করা হলেও তাদের অবস্থা যে খুবই করুন তার চিত্র ফুটে উঠেছে৷ কারণ বামেদের এখন পায়ের তলায় মাটি নেই, জন সমর্থন ও নেই৷
তিনি আরো অভিযোগ করে বলেন বামেরা যেভাবে ঐদিন মিছিলের নামে এলাকার পরিবেশকে কলুষিত করার চেষ্টা করেছেন এর বিরুদ্ধে প্রশাসন আইনগতভাবে যথাযথ ব্যবস্থা গ্রহণ করবে৷ আগামী দিনে ঘিলাতলীসহ কল্যাণপুরের বিভিন্ন জায়গায় মিছিলের নামে এলাকার পরিবেশকে বিষিয়ে তোলার চেষ্টা করা হলে সাথে সাথে যোগ্য জবাব দেওয়া হবে বলে দক্ষিণ ঘিলাতলীতে দাঁড়িয়ে রীতিমতো হুঁশিয়ারি দিয়েছেন কল্যাণপুরের বিধায়ক পিনাকী দাস চৌধুরী৷আজকের মিছিলের এই জনঢল থেকে গভীর আত্মবিশ্বাসের সাথে বিধায়ক পিনাকী দাস চৌধুরীর আহ্বান সবাই মিলে আগামী বিধানসভা নির্বাচনে কল্যাণপুর- প্রমোদনগর কেন্দ্রে কমিউনিস্ট পার্টির জামানত জব্দ করে দেওয়ার নতুন করে শপথ নিতে হবে
2022-09-25