কুপওয়ারা (জম্মু ও কাশ্মীর), ২৫ সেপ্টেম্বর (হি.স.) : ভারতীয় সেনাবাহিনী এবং জম্মু ও কাশ্মীর পুলিশ রবিবার কুপওয়ারার মাচিল এলাকায় টেকরিনরের নিয়ন্ত্রণ রেখা (এলওসি) এর কাছে দুই সন্ত্রাসবাদী এক এনকাউন্টারে নিহত হয়েছে বলে পুলিশ জানিয়েছে। পুলিশ জানিয়েছে, নিহত এই অজ্ঞাত সন্ত্রাসীদের কাছ থেকে বেশ কিছু অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করেছে।
কাশ্মীর জোন পুলিশ টুইট করে একথা স্বীকার করেছে, “সেনা এবং কুপওয়ারা পুলিশ টেকরিনরের নিয়ন্ত্রণ রেখার কাছে দুই সন্ত্রাসবাদী এক এনকাউন্টারে নিহত হয়েছে। নিহত সন্ত্রাসীদের সনাক্তকরণ নিশ্চিত করা হচ্ছে। তাদের কাছ থেকে২টি একে-৪৭ রাইফেল, ২টি পিস্তল এবং ৪টি হাতবোমা উদ্ধার করা হয়েছে। “