আজ শনিবার চারদিবসীয় সফরে মেঘালয় ও অসম সফরে আসছেন সংঘ-প্রধান মোহন ভাগবত

গুয়াহাটি, ২৪ সেপ্টেম্বর (হি.স.) : আজ শনিবার চারদিবসীয় সফরসূচি নিয়ে মেঘালয় এবং অসম সফরে আসছেন রাষ্ট্ৰীয় স্বয়ংসেবক সংঘের সরসংঘচালক ডা. মোহন ভাগবত। চারদিনের মধ্যে দুদিন বিভিন্ন কার্যক্রমে অংশগ্রহণ করবেন অসম ক্ষেত্র তথা উত্তর অসম প্ৰান্তের অন্তর্গত মেঘালয়ের রাজধানী শিলঙে। বার্ষিক যোজনার অধীনে তাঁর এই নিয়মিত সফর কাৰ্যসূচি, জানিয়েছেন রাষ্ট্ৰীয় স্বয়ংসেবক সংঘের উত্তর অসম প্ৰান্ত প্ৰচারপ্ৰমুখ কিশোর শিবম।

শিবম জানান, বহুদিন পর পরমপূজনীয় সরসংঘচালক দুদিনের প্রবাসে আজ শনিবার বিকেলের দিকে মেঘালয়ের রাজধানী শিলঙে যাবেন। সরসংঘচালকের মেঘালয় প্রবাসকে বিশেষ গুরুত্বপূৰ্ণ বলে মনে করছে ওয়াকিবহাল মহল। শিলঙে দুদিনের প্ৰবাসে ডা. ভাগবত রাজ্যের স্বয়ংসেবক, কাৰ্যকৰ্তা, অধিকারী (পদাধিকারী) ছাড়াও সমভাবাপন্ন ও শুভচিন্তকদের সঙ্গে মতবিনিময় অনুষ্ঠানে অংশগ্রহণ করবেন। এছাড়া মেঘালয়ে সংঘের কৰ্মবিস্তার সম্পৰ্কেও কার্যকর্তা ও অধিকারীদের সঙ্গে চৰ্চা করবেন সরসংঘচালক।

এছাড়া শিলঙে বিভিন্ন স্তরের সুশীল সমাজ তথা বিশিষ্ট ব্যক্তিবর্গের সঙ্গে আয়োজিত এক সমাবেশে বৌদ্ধিক প্রদান করে মতবিনিময়ের অনুষ্ঠান হবে। ওই সমাবেশে তিনি বেশ কিছু গুরুত্বপূৰ্ণ বিষয় যেমন পরিবেশ সংরক্ষণ, গ্ৰামোন্নয়ন ছাড়াও পরিবার, সমাজ এবং রাষ্ট্ৰীয় প্ৰমূল্যবোধের গুরুত্বের ওপরও বিশ্লেষণ করবেন।

শিলং থেকে ডা. মোহন ভাগবত ২৬ সেপ্টেম্বর গুয়াহাটি আসবেন। ২৭ সেপ্টেম্বর গুয়াহাটিতে রাষ্ট্ৰীয় স্বয়ংসেবক সংঘের কাৰ্যবিস্তার সম্পর্কিত এক আলোচনাসভা ছাড়া কয়েকটি বৈঠকে তিনি অংশগ্রহণ করবেন বলে প্ৰান্ত প্ৰচারপ্ৰমুখ কিশোর শিবম জানান। ২৮ সেপ্টেম্বর তিনি ফের চলে যাবেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *