BRAKING NEWS

AIDS :মানকরে এইডস সচেতনতায় পথনাটিকা

দুর্গাপুর, ২৪ সেপ্টেম্বর (হি. স.) : গলসী-১ নং ব্লকের পুরষা ও মানকর হাসপাতালে পথনাটিকার মাধ্যমে এইডস সচেতনতা হল। শনিবার জেলা স্বাস্থ্য পরিবার কল্যান দফতরের সহযোগিতায় পথনাটিকা অনুষ্টিত হয়।

পথনাটিকার মাধ্যমে তুলে ধরা হয় এইডস কোন ছোঁয়াছে রোগ নয়। তার জন্য কিছু সতর্কতা ও সাবধানতা অবলম্বন করতে হবে। অপরীক্ষিত রক্ত আদানপ্রদান চলবে না। একই সুঁচে ইঞ্জেকশন নেওয়া চলবে না। যৌনজীবন সাবধানতা অবলম্বন করতে হবে। এইডস গোপন না করে পরীক্ষা করাতে হবে। সরকারি হাসপাতালে চিকিৎসা উপলব্ধ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *