পোর্টব্লেয়ার, ২৪ সেপ্টেম্বর (হি.স.): শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠল আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ। শনিবার ভোররাতে আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জের ক্যাম্পবেল বে-তে জোরালো তীব্রতার ভূমিকম্প অনুভূত হয়। রিখটার স্কেলে ভূমিকম্পের তীব্রতা ছিল ৬.১। ন্যাশনাল সেন্টার ফর সিসমোলোজি জানিয়েছে, শনিবার ভোররাত ২.৩০ মিনিট নাগাদ এই ভূমিকম্প অনুভূত হয়।
ভূমিকম্পের উৎসস্থল ছিল ভূপৃষ্ঠের ৭৫ কিলোমিটার গভীরে। ভূমিকম্পের তীব্রতা অপেক্ষাকৃত বেশি ক্ষয়ক্ষতি অথবা হতাহতের কোনও ঘটনা ঘটেনি। মূলত উত্তর সুমাত্রায় ছিল এই ভূমিকম্পের উৎসস্থল। ক্যাম্পবেল বে থেকে ৪৩১ কিলোমিটার দক্ষিণ ও দক্ষিণ-পূর্বে ভূমিকম্পের উৎস ছিল।