Death:ধলাবিলে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শ্রমিকের মৃত্যু, কাঠগড়ায় ঠিকেদার

আগরতলা, ২৩ সেপ্টেম্বর : বিদ্যুৎ নিগমের চূড়ান্ত গাফিলতির কারণে বিদ্যুৎপৃষ্ট হয়ে মৃত্যু হল এক  শ্রমিকের৷ ঠিকেদারের মাধ্যমে বিদ্যুৎ সারাই করতে গিয়ে একের পর এক মৃত্যু হচ্ছে বিদ্যুৎ শ্রমিকদের৷ শুক্রবার দুপুরের ধলাবিলস্থিত বনবীথি পার্কের সামনে বৈদ্যুতিক তারের পাশে গাছের ডালপালা ছাঁটাই করতে গিয়ে মর্মান্তিক মৃত্যু হল এক  অস্থায়ী বিদ্যুৎ শ্রমিকের৷ মুলত বিদ্যুৎ নিগমের গাফিলতিতেই এই মর্মান্তিক ঘটনা ঘটেছে বলে শ্রমিকদের বক্তব্য৷ মৃতদেহ ময়না তদন্তের জন্য খোয়াই জেলা হাসপাতালের মর্গে আনা হয়৷ মৃত শ্রমিকের নাম সুধীর মুন্ডা৷ বাড়ি খোয়াই থানাধীন তুইহাচিং দিন দয়াল পাড়ায়৷

ঘটনার বিবরণে জানা যায়, ছনখলা এলাকার বিদ্যুৎ ঠিকেদার দিলীপ দেববর্মা আট দশজন নাবালক ছেলেদের এনে বৈদ্যুতিক তারের পাশে গাছের ডালপালা কাটার জন্য নিযুক্ত করে৷ অস্থায়ী কিছু শ্রমিক খোয়াই ধলাবিল বিদ্যুৎ নিগমের টাওয়ার সংলগ্ণ এলাকায় রাস্তার পাশে বৈদ্যুতিন তারের উপর এসে পড়া গাছপালাগুলির ডালা ছাটাইয়ের কাজ করছিল৷ ওই শ্রমিকদের কারোরই তিনি জীবন বীমা করানানি৷ ধলাবিল সাবস্টেশনের সিনিয়র ম্যানেজার পরেশ দেববর্মা জানান, শ্রমিকরা যখন লাইনে কাজ করছিল তখন পাশের আরেকটি চলতি ফিডারে একটি গাছের ডালে গিয়ে লাগতেই বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মাটিতে ছিটকে পড়ে সুধীর মুন্ডা৷ সঙ্গে সঙ্গে তাকে খোয়াই জেলা হাসপাতালে নিয়ে আসে অন্যান্য শ্রমিকরা৷ সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন৷ এ ঘটনার পরেই বিদ্যুৎ ঠিকেদার পালিয়ে যায়৷ এই দুর্ঘটনা নিয়ে ধলাবিলের সিনিয়র ম্যানেজার পরেশ দেববর্মাও পালিয়ে পালিয়ে বেড়াচ্ছেন৷ বিদ্যুৎ নিগমের গাফিলতির অভিযোগ তুলে শ্রমিকরা৷ নিগমের অসাবধানবসতাই এই ঘটনা ঘটেছে বলে তাদের দাবি৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *