Suicide:ঠাকুর ঘরে পূজা দিতে গিয়ে ফাঁসিতে আত্মঘাতী মহিলা

আগরতলা, ২৩ সেপ্টেম্বর : খোয়াইয়ের জাম্বুরা গ্রামে এক মহিলা ঠাকুর ঘরে পূজো দিতে গিয়ে আত্মহত্যার পথ বেছে নিয়েছে৷ আত্মঘাতী মহিলার নাম রূপালী দেবনাথ৷ স্বামীর নাম নারায়ণ দেবনাথ৷ ঘটনার বিবরণে জানা যায় রূপালী দেবনাথ নামে ওই গৃহবধূ ঠাকুর ঘরে অন্যান্য দিনের মতো শুক্রবার পুজো দিতে যায়৷ পুজো দিতে গিয়ে দীর্ঘক্ষণ ফিরে না আসায় এবং ঘরের দরজা ভেতর দিকে বন্ধ থাকায় পরিবারের লোকজনদের মধ্যে সন্দেহ দেখা দেয়৷ ডাকাডাকি করলেও ভেতর থেকে কোন সারা মিলছিল না৷ শেষ পর্যন্ত ঠাকুর ঘরের দরজা ভেঙ্গে মহিলার ঝুলন্ত মৃতদেহ উদ্ধার করা হয়৷ 

খবর পাঠানো হয় খোয়াই থানার পুলিশকে৷ খবর পেয়ে খোয়াই থানার পুলিশ ঘটনাস্থলে ছুটে এসে ঝুলন্ত মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে পাঠায়৷ কেন ওই মহিলা ঠাকুর ঘরের ভিতরে পুজো দিতে গিয়ে আত্মহত্যার পথ বেছে নিয়েছেন তা নিয়ে স্থানীয় জনগনের নানা কৌতূহলের সৃষ্টি হয়েছে৷ তবে পরিবারের তরফ থেকে দাবী করা হয়েছে তাদের পরিবারের কোন ধরনের ঝামেলা ছিল না৷ পুলিশ প্রাথমিকভাবে অস্বাভাবিক মৃত্যুজনিত মামলা গ্রহণ করে ঘটনার তদন্ত শুরু করেছে৷