Training Camp:খোয়াইয়ে তাঁত শিল্পীদের নিয়ে প্রশিক্ষণ শিবির

খোয়াই, ২৩ সেপ্টেম্বর : খোয়াই মহকুমার অন্তর্গত পশ্চিমগণকী গ্রামপঞ্চায়েত মিলন তন্তুবায় সমবায় সমিতি কার্যালয়ে শুরু হলো প্রশিক্ষণ শিবির৷ ভারত সরকারের বস্ত্রশিল্প মন্ত্রণালয়ের অধীন তাঁতশিল্প সমবায় সমিতি আগরতলার উদ্যোগে শুক্রবার দুপুরে প্রশিক্ষণ শিবিরের সূচনা হয়৷ এই প্রশিক্ষণ শিবিরে সূচনা করেন খোয়াই জিলা পরিষদের সদস্য সুব্রত মজুমদার৷ এদিনের এই কর্মশালায় সর্বমোট ৩০ জন তাঁতশিল্পী অংশগ্রহণ করে৷তাদের এই প্রশিক্ষণ চলবে আগামী ৪৫ দিন পর্যন্ত৷ বিনিময়ে তাদেরকে স্টাইপেন্ডও প্রদান করা হবে৷ রাজ্য সরকারের এই উদ্যোগে খুশি খোয়াইয়ের তাঁত শিল্পীরা৷ 

এদিনের এই অনুষ্ঠান উপস্থিত ছিলেন জিলা পরিষদের সদস্য সুব্রত মজুমদার, খোয়াই পঞ্চায়েত সমিতির ভাইস চেয়ারম্যান তাপস কান্তি দাস, পশ্চিম গনকি গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান অনিমেষ নাগ, হস্ততাঁত হস্তকারু শিল্প দফতরের আধিকারিক উত্তম কুমার কলই, মিলন তন্তুবায় সমিতির সভাপতি বিজয় কুমার দেবনাথ৷ স্বাগতম ভাষণ রাখেন তাঁতশিল্প সেন্টারের প্রশিক্ষক সৌরভ আচার্জী৷ তাঁত শিল্পীদের কিভাবে ট্রেনিং নিয়ে তাঁত শিল্পকে আরো দূর এগিয়ে নিয়ে যেতে হবে সে বিষয়ে আলোচনা করেন৷ উদ্বোধক তথা প্রধান অতিথি সুব্রত মজুমদার উনার আলোচনায় বলেন, একটা সময় রাজ্য সরকারের অদূরদর্শিতা এবং হেঁয়ালিপনার শিকার হয়েছিল তাঁতশিল্প৷ এতে করে একেবারে হারিয়ে যেতে চলেছিল এই প্রাচীন শিল্পটি৷ তাঁতশিল্প প্রশিক্ষণের নামে বিগত শাসকদলের কতিপয় ক্যাডারদের নিয়ে প্রশিক্ষণে নামে চলত হরির লুট৷ কয়েকজন ক্যাডার মিলে সমস্ত অর্থ হাপিজ করে দিত৷ তা থেকে বঞ্চিত হতো প্রকৃত তাঁতশিল্পীরা৷ কিন্তু বর্তমানে দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং রাজ্যের মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহার ঐকান্তিক প্রয়াসে তাঁতশিল্প আবার নতুন রূপ নিতে চলেছে৷ আজকের এই কর্মশালা থেকে অনেক তাঁত শিল্পী যারা এখান থেকে আগামী দিনে প্রশিক্ষণ নিয়ে, নিজেরা স্বনির্ভর হবে৷ সে রকম ভাবে রাজ্যের তাঁতশিল্প নতুন রূপ পাবে৷