ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ২৩ সেপ্টেম্বর।। সেমিফাইনালে পৌঁছানো গেলো না। কোয়ার্টার ফাইনালের গণ্ডিতে হোঁচট খেয়েই বিদায় ত্রিপুরার। সেই দুশ্চিন্তাই সত্যে পরিনত হলো। মুষলধারে বৃষ্টিতে মাঠ পিচ্ছিল হয়ে পড়ার খেসারত দিতে হলো ত্রিপুরা স্পোর্টস স্কুলকে। দিল্লিতে অনুষ্ঠিত অনূর্ধ্ব-১৭ বালিকাদের সুব্রত মুখার্জি কাপ ফুটবল প্রতিযোগিতায়। শুক্রবার শক্তিশালী মনিপুরের কাছে বিধ্বস্ত হয়ে আসর থেকে ছিটকে গেলো সুশান্ত দেববর্মার ত্রিপুরা স্পোর্টস স্কুল। আম্বেদকর স্টেডিয়ামে এদিন প্রথমার্ধে মনিপুরের বিরুদ্ধে জোড় লড়াই করলেও দ্বিতীয়ার্ধে হাল ছেড়ে দেয় ত্রিপুরার মেয়েরা। ত্রিপুরা স্পোর্টস স্কুল পরাজিত হয় ০-৮ গোলে। প্রথমার্ধে স্পোর্টস স্কুল পিছিয়ে ছিলো ০-২ গোলে। তবে শ্রেয়া দেববর্মা এবং মাইরিনা দেববর্মা-রা যদি সহজ সুযোগ হেলায় নষ্ট না করতো তাহলে হয়তোবা ম্যাচ জমতো। শ্রেয়া বিপক্ষের গোলরক্ষককে একা পেয়েও বল জালে ঠেলতে ব্যর্থ হয়েছে। বৃহস্পতিবার বিকেলের থেকে মনুষলধারে বৃষ্টি হওয়ার পর শুক্রবার সকালেও বৃষ্টি হয়। এতে মাঠ পিচ্ছিল হয়ে পড়ে। খেলা শেষে হতাশ ত্রিপুরা স্পোর্টস স্কুলের ম্যানেজার সুশান্ত দেববর্মা। দিল্লি থেকে টেলিফোনে বলেন,”জঘন্য খেলেছে মেয়েরা। পিচ্ছিল মাঠ থাকায় মেয়েরা তেমন খেলতেই পারেনি। তারপরও প্রথমার্ধে ভালো লড়াই করার চেষ্টা করেছিলো। শ্রেয়া দিনের সহজ সুযোগ নষ্ট করতেই গোটা দলের মনোবল ভেঙ্গে যায়”।
2022-09-23