কোচি, ২৩ সেপ্টেম্বর (হি.স.): কংগ্রেস সভাপতি পদে জন্য গান্ধী পরিবারের কেউ প্রতিদ্বন্দ্বিতা করবেন না। দাবি করলেন রাজস্থানের মুখ্যমন্ত্রী ও কংগ্রেস নেতা অশোক গেহলট। শুক্রবার সকালে কেরলের কোচিতে সাংবাদিকদের মুখোমুখি হয়ে গেহলট বলেছেন, রাহুল গান্ধী স্পষ্ট করে জানিয়েছেন, গান্ধী পরিবারের কোনও সদস্য কংগ্রেস সভাপতি হবেন না।
অশোক গেহলটের কথায়, আমি তাঁকে (রাহুল গান্ধী) বহুবার বলেছি, সকলের প্রস্তাব মেনে নিয়ে কংগ্রেস সভাপতি পদে দায়িত্বভার গ্রহণ করতে। কিন্তু তিনি স্পষ্ট করে জানিয়ে দিয়েছেন, গান্ধী পরিবারের কেউ আর কংগ্রেস সভাপতি হবেন না।” অশোক গেহলট আরও বলেছেন, রাহুল গান্ধী সিদ্ধান্ত নিয়েছেন গান্ধী পরিবারের সদস্য নন এমন কেউই দলের সভাপতি হবেন। তিনি কোনও পদে না থেকেই দলের জন্য কাজ করে যেতে চান। উল্লেখ্য, কংগ্রেস সভাপতি পদের নির্বাচন হবে আগামী ১৭ অক্টোবর। ফল ঘোষণা হবে ১৯ অক্টোবর