আগরতলা, ২৩ সেপ্টেম্বর : আগামী ২৭ সেপ্টেম্বর রাজ্যে এক নতুন ভাবনায় বিশ্ব পর্যটন দিবস-২০২২ উদযাপন করা হবে। এবারের বিশ্ব পর্যটন দিবসের থিম হচ্ছে ‘রি-থিঙ্কিং ট্যুরিজম’। এই ভাবনার আবহে রাজ্যে পর্যটন শিল্পের বিকাশে বিভিন্ন উদ্যোগ নেওয়া হয়েছে। আজ গীতাঞ্জলি পর্যটন নিবাসের কনফারেন্স হলে এক সাংবাদিক সম্মেলনে পর্যটনমন্ত্রী প্রণজিৎ সিংহ রায় একথা বলেন। সাংবাদিক সম্মেলনে তিনি বলেন, পর্যটন শব্দটির সাথে সমগ্র বিশ্বের মানুষ যুক্ত। কিন্তু বিগত কয়েক বছর করোনা অতিমারীর কারণে পর্যটন শিল্পের উপর আঘাত নেমে এসেছিল। তাই ২০২২ সালের বিশ্ব পর্যটন দিবস উদযাপনে এসেছে এক নতুন ভাবনা। রি-থিঙ্কিং ট্যুরিজমের ভাবনায় বিশ্ব পর্যটন দিবস উদযাপিত হচ্ছে।
সাংবাদিক সম্মেলনে পর্যটনমন্ত্রী বলেন, আগরতলার পুষ্পবন্ত প্রাসাদে ডিজিটাল মিউজিয়াম গড়ে তোলা হবে। এজন্য ভারত সরকারের কাছ থেকে ৪০ কোটি টাকা পাওয়া গেছে। আগামী ১৪ অক্টোবর ভারতের রাষ্ট্রপতি দ্রৌপদী মুমুকে দিয়ে পুষ্পবন্ত প্রাসাদে ডিজিটাল মিউজিয়ামের ভিত্তি প্রস্তর স্থাপন করার পরিকল্পনা রয়েছে। পর্যটনমন্ত্রী বলেন, ত্রিপুরা ছোট্ট রাজ্য হলেও এখানে রয়েছে পর্যটন শিল্পের বিকাশের বিশাল সম্ভাবনা। প্রাকৃতিক সৌন্দর্য, প্রত্নতাত্ত্বিক নিদর্শন ও জল পাহাড়ের অপরূপ সঙ্গমস্থল হচ্ছে ত্রিপুরা। উত্তর পূর্ব ভারতের ১০টি প্রত্নতাত্ত্বিক নিদর্শনের মধ্যে ৮টি আমাদের রাজ্যের। ধর্মীয় পর্যটনের অন্যতম আকর্ষণ মাতা ত্রিপুরেশ্বরী মন্দিরকে পর্যটকদের কাছে আকর্ষণীয় করে তুলতে নতুনভাবে সাজিয়ে তোলা হচ্ছে। তাছাড়াও রাজ্যের অন্যতম পর্যটন কেন্দ্ৰ ছবিমুড়া, নারকেলকুঞ্জ, ডম্বুর জলাশয়কে আকর্ষণীয় করে তোলা হচ্ছে। নারকেলকুঞ্জে হেলিপ্যাড হয়েছে। ডম্বুর জলাশয়ে ফ্লোটিং জেটি চালু করা হয়েছে। খুব শীঘ্রই চালু হবে হাউস বোট।
সাংবাদিক সম্মেলনে পর্যটনমন্ত্রী জানান, রাজ্যের আকর্ষণীয় পর্যটনকেন্দ্রগুলিতে পর্যটকদের রাত্রি বাসের জন্য লগহাট চালু করা হচ্ছে। রাজ্যে হাতাইকতর ইকোপার্ক, টেপানিয়া ইকোপার্ক ও সিপাহীজলায় ১৬টি লগহাট চালু রয়েছে। নারকেলকুঞ্জে ১৫টি লগহাট নির্মাণের কাজ শেষ হয়েছে। ডম্বুরে ৮টি ও ছবিমুড়ায় ৬টি লগহাট নির্মাণের কাজ চলছে। প্রসাদ প্রকল্পে ভুবনেশ্বরী মন্দির ও তীর্থমুখকে নতুন আঙ্গিকে সাজিয়ে তোলা হবে। উজ্জয়ন্ত প্রাসাদে খুব শীঘ্রই লাইট অ্যান্ড সাউন্ড সিস্টেম চালু হবে। পর্যটকদের স্বাগত জানাতে ত্রিপুরা প্রস্তুত। বিশ্ব পর্যটন দিবস উপলক্ষে পর্যটনমন্ত্রী দেশ বিদেশের পর্যটকদের ত্রিপুরা ভ্রমণের আহ্বান জানান।
তিনি বলেন, ২০১৮ সালের পর থেকে রাজ্যে পর্যটকদের সংখ্যাও বৃদ্ধি পাচ্ছে। রাজ্যে দেশের ও বিদেশের পর্যটকদের ভ্রমণের সংখ্যা বেড়েছে প্রায় ৫০ শতাংশ। রাজ্যের পর্যটন শিল্পের বিকাশে স্বদেশ দর্শন-টু প্রকল্পে ভারত সরকারের কাছ থেকে ১০০ কোটি টাকা পাওয়া গেছে। তাছাড়াও এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাঙ্কের কাছ থেকে পাওয়া গেছে ২০০ কোটি টাকা। তিনি বলেন, উপযুক্ত আবহাওয়া থাকলে আগামী ২৯ সেপ্টেম্বর মুখ্যমন্ত্রী ভাংমুনে অ্যাডভেঞ্চার ট্যুরিজমের অঙ্গ হিসেবে প্যারা গ্লাইডিংয়ের সূচনা করবেন। সাংবাদিক সম্মেলনে পর্যটনমন্ত্রী জানান, রাজ্যে বিশ্ব পর্যটন দিবস ২০২২ উদযাপন উপলক্ষে বিভিন্ন কর্মসূচি নেওয়া হয়েছে। গতকাল থেকে হোম স্টে-র উপর সেমিনারের মাধ্যমে এই কর্মসূচির সূচনা করা হয়েছে। এরমধ্যে রয়েছে সেমিনার, বাইক র্যালি, সাইকেল র্যালি ও অ্যাডভেঞ্চার ট্যুরিজমের প্রদর্শন।