নয়াদিল্লি, ২৩ সেপ্টেম্বর (হি.স.) : ভারতীয় জনতা পার্টি (বিজেপি) সরকার দেশে বিরোধী দল চায় না। বিজেপির এমন চিন্তা গণতন্ত্রের জন্য ভাল নয় বলে আক্রমণ করলেন রাজ্যসভার বিরোধী দলের নেতা মল্লিকার্জুন খড়গে।
প্রবীণ কংগ্রেস নেতা খড়গে শুক্রবার বলেন, বিরোধী দলের কোনও নেতা শাসক দলকে প্রশ্ন করলে তাদের হয়রানি করা হয়। তিনি বলেন, বিরোধী নেতারা যেই শাসক দলের কাছে প্রশ্ন জিজ্ঞাসা করুন না কেন, সিবিআই, ইডি, আইটি এবং অন্যান্য তদন্তকারী সংস্থাকে দিয়ে তাদের হয়রানি করা হয়।
উল্লেখ্য, কংগ্রেস দীর্ঘদিন ধরে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে তদন্তকারী সংস্থার অপব্যবহারের অভিযোগ করে আসছে। অতীতে, কংগ্রেস সভাপতি সোনিয়া গান্ধী এবং রাহুল গান্ধী ন্যাশনাল হেরাল্ড মামলায় অর্থ পাচারের অভিযোগে উভয় নেতাকে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি) বেশ কয়েকদিন ধরে জিজ্ঞাসাবাদ করেছিল। এই তদন্তকে বেআইনি এবং প্রতিশোধমূলক কাজ বলে অভিহিত করে কংগ্রেস বিক্ষোভ দেখিয়েছিল।