আগরতলা, ২৩ সেপ্টেম্বর : রাজধানী আগরতলা শহর সংলগ্ণ খয়েরপুরে এক সিপিআইএম কর্মীর অটোরিক্সা পুড়িয়ে দিল দুষৃকতিকারীরা৷ ঘটনা বৃহস্পতিবার গভীর রাতে৷ জানা যায় ওই অটোচালক অন্যান্য দিনের মতোই রাতে বাড়িতে অটো রেখে খাওয়া দাওয়ার পর ঘুমিয়ে পড়েন৷ রাত প্রায় দুটো নাগাদ তার পরিবারের লোকজনরা আগুনের আঁচ পায়৷ ঘরের দরজা খুলে বেরিয়ে আসতেই তারা লক্ষ্য করেন অটোতে আগুন দাউ দাউ করে জ্বলছে৷ সঙ্গে সঙ্গে খবর পাঠানো হয় দমকল বাহিনীকে৷ খবর পেয়ে দমকল বাহিনীর জোয়ানরা ঘটনাস্থলে ছুটে আসে এবং আগুন আয়ত্তে আনার চেষ্টা করে৷ অবশ্য ততক্ষণে অটোটি আগুনে পুড়ে ছারখার হয়ে যায়৷ এটি একটি নাশকতামূলক অগ্ণিকাণ্ডের ঘটনা বলে অভিযোগ করা হয়েছে৷ এ ব্যাপারে থানায় সুনির্দিষ্ট মামলা দায়ের করা হয়েছে৷ পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে৷তবে এখনো পর্যন্ত অভিযুক্তদের সনাক্ত করা যায়নি৷ ঘটনাকে কেন্দ্র করে এলাকার জনগণের তীব্র ক্ষোভের সঞ্চার হয়েছে৷ এলাকায় অশান্তির পরিবেশ কায়েম করার লক্ষ্যেই এ ধরনের চক্রান্ত শুরু হয়েছে বলেও অভিযোগ৷
2022-09-23

