নীতীশকে তোপ অমিত শাহের, বললেন তিনি কোনও রাজনৈতিক মতাদর্শের পক্ষে নন

পূর্ণিয়া, ২৩ সেপ্টেম্বর (হি.স.) : বিহারের মুখ্যমন্ত্রী ও জেডি (ইউ) প্রধান নীতীশ কুমারকে তীব্র আক্রমণ শানালেন কেন্দ্রীয় স্বরাষ্ট্র ও সমবায় মন্ত্রী অমিত শাহ। শুক্রবার বিহারের পূর্ণিয়ার জনসভা থেকে অমিত শাহ বলেছেন, নীতীশ কুমার কোনও রাজনৈতিক মতাদর্শের পক্ষে নন। নীতীশজি জেডিইউ ছেড়ে লালুজির সঙ্গেও যেতে পারেন, জাতপাতের রাজনীতি করতে পারেন। নীতীশ জি জেডিইউ ছেড়ে বামপন্থী, কংগ্রেসের সঙ্গেও বসতে পারেন।

অমিত শাহের আরও সংযোজন, নীতীশের একটাই নীতি, নিজের আসন যেন অক্ষুন্ন থাকে। নীতীশ কুমারকে কটাক্ষ ও হুঁশিয়ারি দিয়ে অমিত শাহ বলেছেন, নীতীশবাবু ভারতের জনগণ এখন সচেতন হয়েছেন। স্বার্থপরতা ও ক্ষমতার বিপথগামী রাজনীতি করে প্রধানমন্ত্রী হওয়া যায় না। দেশের জন্য উন্নয়নমূলক কাজ করে, নিজের আদর্শের প্রতি নিবেদিত হয়ে এবং দেশের নিরাপত্তা নিশ্চিত করেই প্রধানমন্ত্রী হওয়া যায়।