পতিরাম, ২৩ সেপ্টেম্বর (হি.স.) : সাফল্য পুলিশের । দক্ষিণ দিনাজপুর থেকে উদ্ধার নিষিদ্ধ কাফ সিরাপ। শুক্রবার পতিরাম কলেজের সামনের রাস্তায় পুলিশ একটি টোটো থেকে ৩২০ বোতল নিষিদ্ধ কাফ সিরাপ সহ এক ব্যক্তিকে গ্রেফতার করে পতিরাম থানার পুলিশ। ধৃতের নাম সজল সরকার।
পুলিশ জানিয়েছে একটি টোটোতে করে নিষিদ্ধ কাফ সিরাপ নিয়ে যাওয়া হচ্ছিল। গোপন সূত্রে খবর পেয়ে এদিন পতিরাম কলেজের সামনের রাস্তায় পুলিশ একটি টোটো সহ নিষিদ্ধ কাফ সিরাপ আটক করে। পুলিশি অভিযানে একজন হাতেনাতে ধরা পড়লেও বাকি তিনজন পালিয়ে যায়। জানা গিয়েছে, কলকাতা থেকে এগুলি বাসে করে নিয়ে এসে পতিরাম তালতলা মোড় বাস স্ট্যান্ড থেকে টোটোতে চাপিয়ে কুমারগঞ্জের ডাঙ্গারঘাট নিয়ে যাওয়া হচ্ছিল। পুলিশ জানিয়েছে ধৃতকে জিজ্ঞাসাবাদ করে এই ঘটনায় আর কারা জড়িত তা জানার চেষ্টা চলছে।