এটাহ, ২২ সেপ্টেম্বর (হি.স.): লখনউ ও নয়ডার পর এবার এটাহ। ভারী বৃষ্টিপাতের জেরে উত্তর প্রদেশের এটাহ জেলায় বাড়ির দেওয়াল ভেঙে ভগ্নাবশেষের নীচে চাপা পড়ে মৃত্যু হয়েছে ৪ নাবালকের। এই ঘটনায় আরও দু’জন আহত হয়েছে। এটাহ-র জেলাশাসক অবিনাশ রাই এই ঘটনা সম্পর্কে বলতে গিয়ে জানিয়েছেন, বৃষ্টিতে দেওয়াল ভেঙে মৃত্যু হয়েছে ৪টি শিশুর, দু’জন আহত হয়েছেন। নিয়ম অনুযায়ী ক্ষতিপূরণ দেওয়া হবে। বুধবার রাত থেকে বৃহস্পতিবার ভোররাতের মধ্যে মর্মান্তিক ঘটনটি ঘটেছে।
দেওয়াল ভেঙে ৪ নাবালকের মৃত্যুতে গভীর দুঃখপ্রকাশ করেছেন উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। মুখ্যমন্ত্রী দফতর থেকে জানানো হয়েছে, মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ এটাহতে দেওয়াল ভেঙে প্রাণহানির ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন। নিহতদের স্বজনদের ৪ লক্ষ টাকা আর্থিক ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। আহতদের যথাযথ চিকিৎসার নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী।