Partha Chatterjee :‘এমন দুর্নীতি দেশে বিশেষ দেখা যায়নি, লোককে কী জবাব দেব?’, পার্থকাণ্ডে ফের তোপ সৌগতর

কলকাতা, ২২ সেপ্টেম্বর (হি. স.) : এসএসসি দুর্নীতিতে পার্থ চট্টোপাধ্যায়কেই মাথা বলে দাবি করেছে সিবিআই। প্রাক্তন শিক্ষামন্ত্রীর কীর্তিতে বিড়ম্বনায় পড়তে হয়েছে দলকেও। বৃহস্পতিবার তা স্বীকার করে নিলেন তৃণমূল সাংসদ সৌগত রায়। বললেন, “এমন দুর্নীতি দেশে বিশেষ দেখা যায়নি, লোকের কাছে কী জবাব দেব?”

এর আগেও একাধিকবার পার্থকাণ্ডে তোপ দেগেছেন সৌগতবাবু। গত ২০ সেপ্টেম্বর তিনি বলেন, “পার্থ-র বান্ধবীর ফ্ল্যাটে টাকা উদ্ধার হয়েছে, অনুব্রত-র থেকে সেরকম উদ্ধার হয়নি। এবার তৃণমূল সাংসদ স্বীকার করে নিলেন, পার্থ চট্টোপাধ্যায়ের জন্য বিড়ম্বনায় পড়তে হচ্ছে দলকে। সৌগতবাবু বলেন, “এমন দুর্নীতি দেশে আগে বিশেষ দেখা যায়নি। লালুপ্রসাদ জেল খাটলেও টাকা উদ্ধার হয়নি। প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী সুখরামের থেকে ৩-৪ কোটি উদ্ধার হয়েছে। ৫০ কোটি টাকার ছবি না দেখলে বিশ্বাস করতে পারতাম না।” এরপরই তিনি বলেন, “টাকার পাহাড় দেখার পর লোকের কাছে কী জবাব দেব? ওই বিড়ম্বনা, লজ্জা তো আমাদের আছেই।” শুধু সৌগতবাবু নন, দলের অনেক নেতার গলাতেই এক সুর।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *