RSS:লোকমন্থন’ চত্বরে ঘরোয়া কৃষি সামগ্রীর বিপণি দেখলেন আরএসএস-এর সরকার্যবাহ দত্তাত্রেয়

গুয়াহাটি, ২২ সেপ্টেম্বর (হি.স.) : গুয়াহাটির শ্রীমন্ত শংকরদেব কলাক্ষেত্রে ‘প্রজ্ঞা প্রবাহ’ আয়োজিত চার দিবসীয় লোকমন্থন-২০২২ শীর্ষক তৃতীয় সংস্করণের পরম্পরাগত লোক-অনুষ্ঠান চত্বরে ঘরোয়া উৎপাদিত কৃষি সামগ্রীর বিপণি ঘুরে দেখলেন রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ (আরএসএস)-এর সরকার্যবাহ দত্তাত্রেয় হোসবলে।

ভারতীয় কিষাণ সংঘ-এর অসম শাখার উদ্যোগে স্থানীয় কৃষিপণ্য কোম্পানি উত্তরণ-এর বিপণিতে নানা জাতের সামগ্রীর খোঁজখবর নিয়েছেন সরকার্যবাহ দত্তাত্রেয় হোসবলে। জানা গেছে, কামরূপ (গ্রামীণ) জেলার অন্তর্গত রঙ্গিয়ার ১,৫০০ জন কৃষক উত্তরণ নামের কৃষিপণ্য কোম্পানি গড়েছেন। সরকার্যবাহের সঙ্গে ছিলেন আরএসএস-এর ক্ষেত্র প্রচারক উল্হাস কুলকর্ণি, সহ-ক্ষেত্র প্রচারক বশিষ্ঠ বুজরবরুয়া, ভারতীয় কিষাণ সংঘ-এর উত্তর অসম প্রান্ত সংগঠন সম্পাদক কৃষ্ণ বরা প্রমুখ।