ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ২২ সেপ্টেম্বর।। দুরন্ত ম্যাচ। লড়াই হলো শেষ মিনিট পর্যন্ত। তাতে জয় পেলো জোলাইবাড়ি স্কুল। লক্ষ্মীছড়াকে পরাজিত করে খেতাব জয় করলো জোলাইবাড়ি স্কুল। ড: শ্যামা প্রসাদ মুখার্জি স্মৃতি নকআউট ফুটবল প্রতিযোগিতায়। জোলাইবাড়ি স্কুল মাঠে কানায় কানায় ফুটবলপ্রেমীদের উপস্থিতিতে দুদলই শুরু থেকে আক্রমাত্তক ফুটবল খেলতে থাকে। গতি এবং দক্ষতায় দুদল সমশক্তিসম্পন্ন হলেও অভিজ্ঞতায় এগিয়ে ছিলো জোলাইবাড়ি স্কুলের ফুটবলাররা। মাঝমাঠে দুরন্ত খেলে এদিন গোটা জোলাইবাড়ি স্কুল দলকে অক্সিজেন দিয়ে যান সুকান্ত জমাতিয়া। ম্যাচে জোলাইবাড়ি স্কুল জয়লাভ করে ২-১ গোলে। প্রথমার্ধে জোলাইবাড়ি স্কুল ২-০ গোলে এগিয়ে ছিলো। ম্যাচ সবে মাত্র শুরু। ফুটবলপ্রেমীরা অনেকেই মাঠে ঠিকভাবে বসতেও পারেননি। আক্রমণে গিয়ে গোল পেয়ে যায় জোলাইবাড়ি স্কুল। মাঝমাঠ থেকে অনেকটা একক দক্ষতায় জোলাইবাড়ি স্কুলকে এগিয়ে দেন সুকান্ত জমাতিয়া। ৩০ মিনিটে দলের জয় অনেকটা নিশ্চিত করে দেন মনোজিৎ সিং বরুয়া। দ্বিতীয়ার্ধের শেষ মিনিটে লক্ষ্মীছড়ার পক্ষে ব্যবধান কমান অনন্তলাল জমাতিয়া। শেষ পর্যন্ত ২-১ গোলে জয়লাভ করে চ্যাম্পিয়ন হয় জোলাইবাড়ি স্কুল। ম্যাচটি পরিচালনা করেন অভিজিৎ দাস। ফাইনাল ম্যাচে মাঠে উপস্থিত ফুটবলপ্রেমীরা সকলের নজর কেড়ে নেন। খেলা শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অগ্নি নির্বাপক দপ্তরের মন্ত্রী রামপ্রসাদ পাল এবং ভারতীয় জনতা পার্টির যুব মোর্চার প্রদেশ সভাপতি নবাদল বনিক প্রমুখ। ফাইনাল ম্যাচকে সুষ্ঠভাবে সম্পন্ন করতে যাবতীয় উদ্যোগ নিয়েছেন উদ্যোক্তারা। আসরের চ্যাম্পিয়ন এবং রানার্স দুদল সুদৃশ্য ট্রফি সহ প্রাইজমানি বাবদ দেওয়া হয় যথাক্রমে ৩০ এবং ২০ হাজার টাকা।
2022-09-22