Rajya Sabha Bypoll:ত্রিপুরায় রাজ্যসভা উপনির্বাচনে বিজেপি প্রার্থী বিপ্লব কুমার দেবের প্রত্যাশিত জয়

আগরতলা, ২২ সেপ্টেম্বর (হি. স.) : ত্রিপুরায় রাজ্যসভার একটি মাত্র আসনে উপনির্বাচনে প্রত্যাশিতভাবে জয়ী হয়েছেন বিজেপি প্রার্থী প্রাক্তন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব। তিনি ৪৩টি ভোট পেয়েছেন। অন্যদিকে তাঁর প্রতিদ্বন্দ্বী বামফ্রন্ট প্রার্থী ভানুলাল সাহা পেয়েছেন ১৫টি ভোট। ৬০ সদস্যক ত্রিপুরা বিধানসভায় কংগ্রেস বিধায়ক সুদীপ রায় বর্মণ আজ রাজ্যসভা উপনির্বাচনে ভোটদানে বিরত ছিলেন। তাছাড়া, আইপিএফটি বিধায়ক বৃষকেতু দেববর্মার বিধানসভার সদস্যপদ খারিজ হওয়ায় ওই ভোট বাদ গিয়েছে।

আজ সকাল থেকেই বিধানসভার লবিতে রাজ্যসভা উপনির্বাচনে ভোটাধিকার প্রয়োগ করা শুরু হয়েছিল। বিজেপি, আইপিএফটি এবং বামফ্রন্ট বিধায়কগণ নির্ধারিত সময়ের মধ্যেই ভোটাধিকার প্রয়োগ করেছেন। দুপুর ১টার পূর্বেই সমস্ত ভোট প্রদান সম্পন্ন হয়ে গিয়েছিল।

এদিন ভোট দেওয়ার পর ত্রিপুরার মুখ্যমন্ত্রী বলেন, আজ ত্রিপুরা বিধানসভার লবিতে রাজ্যসভার একমাত্র আসনের উপনির্বাচনে ভোটাধিকার প্রয়োগ করেছি। আমার দৃঢ় বিশ্বাস ওই আসনে বিজেপি প্রার্থী প্রাক্তন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব বিজয়ী হবেন এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে আমাদের রাজ্যের বিকাশের জন্য কাজ করে যাবেন।

এদিকে, তথ্য সংস্কৃতি মন্ত্রী সুশান্ত চৌধুরী ভোটাধিকার প্রয়োগ করে বলেন, আজ পবিত্র বিধানসভার লবিতে রাজ্যসভার একটি আসনের জন্য উপ-নির্বাচনে ভারতীয় জনতা পার্টির মনোনিত প্রার্থী রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা ৯-বনমালীপুর বিধানসভা কেন্দ্রের বিধায়ক বিপ্লব কুমার দেবর সমর্থনে নিজের ভোটাধিকার প্রয়োগ করেছি। আমার দৃঢ় বিশ্বাস আজকের এই উপ-নির্বাচনে তিনি বিজয়ী হবেন এবং জনসেবায় তাঁর অবদান আমাদের ত্রিপুরা রাজ্য এবং সর্বোপরি দেশকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবে।

এদিন বিকেলে ভোট গণনার পর প্রত্যাশিতভাবে বিজেপি প্রার্থী বিপুল ভোটের ব্যবধানে জয়ী হয়েছেন। বিজেপি প্রার্থী বিপ্লব কুমার দেব ৪৩টি এবং বামফ্রন্ট প্রার্থী ভানুলাল সাহা ১৫টি ভোট পেয়েছেন। ফলাফল ঘোষণার পর বিপ্লব কুমার দেব, ২০১৮ সালে বিধানসভা নির্বাচনে জয়ের প্রতিফলন রাজ্যসভার উপনির্বাচনে দেখা গেছে। তার জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহ এবং বিজেপি সর্ব ভারতীয় সভাপতি জে পি নাড্ডা সহ বিজেপির রাজ্য প্রভারী, উত্তর-পূর্বাঞ্চলের কো-অর্ডিনটর ও সমস্ত বিধায়ক এবং আপামর রাজ্যবাসীকে ধন্যবাদ জানিয়েছেন তিনি।

তিনি বলেন, সাংসদ পদে নির্বাচিত হওয়ার মধ্য অনেক বড় দায়িত্ব আমার কাঁধে তুলে দেওয়া হয়েছে। সেই দায়িত্ব নিষ্ঠার সাথে পালন করার আপ্রাণ চেষ্টা করব। ত্রিপুরার সমস্যা সংসদে তুলে ধরব। সাথে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং ত্রিপুরার মুখ্যমন্ত্রী ডা: মানিক সাহার সহায়তায় ত্রিপুরার বিকাশযাত্রা প্রবাহমান থাকে, সেই চেষ্টা জারি থাকবে।

এদিকে, আজ রাজ্যসভা উপনির্বাচনের ফলাফল ঘোষণা হওয়ার পর অভিনন্দন বার্তায় ভেসেছেন বিপ্লব কুমার দেব। সমস্ত শাসক জোট বিধায়ক এবং মন্ত্রীগণ তাঁকে শুভেচ্ছা জানিয়েছেন। বিজেপি প্রদেশ সভাপতি, মুখ্যমন্ত্রী ডা: মানিক সাহা, বিজেপির রাজ্য প্রভারী সাংসদ ডা: মহেশ শর্মা এবং উত্তর-পূর্বাঞ্চলের কো-অর্ডিনটর সাংসদ ডা: সম্বিত পাত্রা তাঁকে শুভেচ্ছা জানিয়েছেন। এরপর দলীয় কার্যকর্তারা তাঁকে নিয়ে বিজয় মিছিল করেছেন। বিজয় মিছিলেও তিনি সকল অংশের মানুষের শুভেচ্ছায় ভেসেছেন। 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *