প্রধানমন্ত্রীর বক্তৃতা সম্বলিত বই প্রকাশ শুক্রবার, তুলে ধরা হয়েছে নতুন ভারত সম্পর্কে

নয়াদিল্লি, ২২ সেপ্টেম্বর (হি.স.): প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর একগুচ্ছ নির্বাচিত বক্তৃতা সম্বলিত একটি বই শুক্রবার, ২৩ সেপ্টেম্বর নতুন দিল্লির আকাশবাণী ভবনে প্রকাশিত হবে। “সবকা সাথ সবকা বিকাশ সবকা বিশ্বাস – Prime Minister Narendra Modi Speaks (মে ২০১৯- মে ২০২০)”, নামের বইটিতে নতুন ভারত সম্পর্কে প্রধানমন্ত্রীর দৃষ্টিভঙ্গি তুলে ধরা হয়েছে।

বইটির প্রকাশ অনুষ্ঠানে উপস্থিত থাকবেন কেরলের রাজ্যপাল আরিফ মহম্মদ খান, প্রাক্তন উপরাষ্ট্রপতি এম ভেঙ্কাইয়া নাইডু এবং তথ্য ও সম্প্রচার মন্ত্রী অনুরাগ সিং ঠাকুর। তথ্য ও সম্প্রচার মন্ত্রকের প্রকাশনা বিভাগের উদ্যোগে আয়োজিত একটি অনুষ্ঠানে দফতরের সচিব অপূর্ব চন্দ্র এবং অন্য বরিষ্ঠ আধিকারিকরা উপস্থিত থাকবেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *