ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ২১ সেপ্টেম্বর।। ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হচ্ছে আগামীকাল। খেতাবি নির্ণায়ক ম্যাচে আগামীকাল জোলাইবাড়ি স্কুল খেলবে লক্ষ্মীছড়ার বিরুদ্ধে। ড: শ্যামা প্রসাদ মুখার্জি স্মৃতি নকআউট ফুটবল প্রতিযোগিতায়। জোলাইবাড়ি স্কুল মাঠে দুপুর ২ টায় শুরু হবে ম্যাচটি। ফাইনাল ম্যাচে মাঠে উপস্থিত থাকবেন অগ্নি নির্বাপক দপ্তরের মন্ত্রী রামপ্রসাদ পাল এবং ভারতীয় জনতা পার্টির যুব মোর্চার প্রদেশ সভাপতি নবাদল বনিক প্রমুখ। ফাইনাল ম্যাচকে সুষ্ঠভাবে সম্পন্ন করতে যাবতীয় উদ্যোগ নিয়েছেন উদ্যোক্তারা। জানা গেছে, দুই দলের ফুটবলাররাও জোড় প্রস্তুতি নিয়েছে। ফাইনালে শক্তি বাড়াচ্ছে দুই দলই। খেতাব জিততে মরিয়া দুই দলের ফুটবলাররাই। আসরের চ্যাম্পিয়ন এবং রানার্স দুদল সুদৃশ্য ট্রপি সহ প্রাইজমানি বাবদ পাবে যথাক্রমে ৩০ এবং ২০ হাজার টাকা।
2022-09-21