নয়াদিল্লি, ২১ সেপ্টেম্বর (হি.স.) : প্রধানমন্ত্রী কেয়ার ফান্ডের অন্যতম ট্রাস্টি হিসাবে নিযুক্ত করা হল টাটা সন্সের প্রাক্তন চেয়ারম্যান রতন টাটাকে৷ বুধবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সভাপতিত্বে একটি বৈঠক হয় । সেখানেই এটি ঠিক হয় বলে জানা গিয়েছে ৷
রতন টাটা ছাড়াও সুপ্রিমকোর্টের প্রাক্তন বিচারপতি কেটি থমাস, প্রাক্তন ডেপুটি স্পিকার কারিয়া মুণ্ডা পিএম কেয়ার ফান্ডের নতুন ট্রাস্টি হিসাবে যোগ দেবেন এই ফান্ডে ৷ এদিন এক প্রেস বিজ্ঞপ্তিতে দিয়ে তা জানানো হয় ।