নয়াদিল্লি, ২১ সেপ্টেম্বর (হি.স.): কৌতুকশিল্পী রাজু শ্রীবাস্তবের অকাল-প্রয়াণে গভীর শোকব্যক্ত করেছেন বিজেপির সর্বভারতীয় সভাপতি জগৎ প্রকাশ নাড্ডা। শোকবার্তায় নাড্ডা জানিয়েছেন, হাস্য কলা জগতে নিজের ছাপ রেখে গিয়েছেন রাজু শ্রীবাস্তব। গত ১০ আগস্ট জিমে শরীর চর্চা করার সময় হৃদরোগে আক্রান্ত হন রাজু শ্রীবাস্তব, তারপ থেকে দিল্লির এইমস-এ চিকিৎসাধীন ছিলেন তিনি। বুধবার সকালে সেখানেই তাঁর মৃত্যু হয়। শিল্পীর বয়স হয়েছিল ৫৮ বছর।
কৌতুকশিল্পী রাজু শ্রীবাস্তবের অকাল-প্রয়াণে গভীর শোকব্যক্ত করে বিজেপির সর্বভারতীয় সভাপতি জগৎ প্রকাশ নাড্ডা টুইট করে লিখেছেন, “প্রখ্যাত কৌতুকশিল্পী রাজু শ্রীবাস্তবের মৃত্যু সংবাদ শুনে আমি নির্বাক। হাস্য কলা জগতে নিজের ছাপ রেখে গিয়েছেন রাজু শ্রীবাস্তব। শোকের এই মুহূর্তে তাঁর পরিবার এবং অনুরাগীদের প্রতি আমার সমবেদনা। ঈশ্বরের কাছে তাঁর আত্মার শান্তি কামনা করছি।”

