হাস্যকর অভিনয়ের মাধ্যমে দর্শকদের বিমোহিত করার অদ্ভুত প্রতিভা ছিল রাজু শ্রীবাস্তবের : রাষ্ট্রপতি

নয়াদিল্লি, ২১ সেপ্টেম্বর (হি.স.): টানা ৪২ দিন ধরে টানাপোড়েনের পর বুধবার জনপ্রিয় কৌতুক অভিনেতা রাজু শ্রীবাস্তবের জীবনাবসান হয়েছে। বয়স হয়েছিল ৫৮ বছর। নতুন দিল্লির এইমস-এ তাঁর চিকিৎসা চলছিল। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু রাজু শ্রীবাস্তবের প্রয়াণে গভীর শোক ব্যক্ত করেছেন। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু শোকবার্তায় জানিয়েছেন, প্রখ্যাত কৌতুকাভিনেতা রাজু শ্রীবাস্তবের অকাল প্রয়াণ অত্যন্ত দুঃখজনক। হাস্যকর অভিনয়ের মাধ্যমে দর্শকদের বিমোহিত করার এক অদ্ভুত প্রতিভা ছিল তাঁর। রাজু শ্রীবাস্তবের জন্য ভারতে কমেডির মঞ্চায়ন নতুন পরিচিতি পায়। তাঁর পরিবার ও অনুরাগীদের প্রতি আমার সমবেদনা।

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী রাজু শ্রীবাস্তবের প্রয়াণে গভীর শোক ব্যক্ত করেছেন। প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং রাজুর মৃত্যুতে শোক প্রকাশ করেছেন। স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ তাঁর প্রয়াণে শোক ব্যক্ত করে বলেছেন, অসাধারণ প্রতিভাবান এই শিল্পীর প্রয়াণে বিনোদন জগতের এক বিরাট ক্ষতি হলো। তথ্য ও সম্প্রচার মন্ত্রী অনুরাগ সিং ঠাকুর এক টুইট বার্তায়, রাজুর পরিবার ও অনুরাগীদের প্রতি আন্তরিক সমবেদনা জানিয়েছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *