Arrested:গৃহবধূ নির্যাতন মামলায় গ্রেপ্তার স্বামী ও শাশুড়ি

আগরতলা, ২১ সেপ্টেম্বর : অমরপুরের পূর্ব রাঙ্গামাটি এলাকায় গৃহবধূ নির্যাতনের দায়ে স্বামী ও শাশুড়িকে গ্রেফতার করেছে বীরগঞ্জ থানার পুলিশ৷ জানা যায় পূর্ব রাঙ্গামাটি এলাকার এক গৃহবধূ নির্যাতনের অভিযোগ এনে বীরগঞ্জ থানায় সুনির্দিষ্ট মামলা দায়ের করেন৷

অভিযোগের ভিত্তিতে বুধবার পুলিশ পূর্ব রাঙ্গামাটিস্থিত বাড়িতে হানা দিয়ে অভিযুক্ত স্বামী ও শাশুড়িকে গ্রেপ্তার করতে সক্ষম হয়েছে৷ তাদের বিরুদ্ধে নির্দিষ্ট ধারায় মামলা গৃহীত হয়েছে৷ বুধবারই তাদেরকে আদালতে সোপর্দ করা হয়৷ অভিযুক্তদের বিরুদ্ধে আইনানুগ কঠোর শাস্তি মূলক ব্যবস্থা গ্রহণের দাবি উঠেছে৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *