৫৮ বছরে প্রয়াত কৌতুকশিল্পী রাজু শ্রীবাস্তব; শেষকৃত্য বৃহস্পতিবার, নশ্বর দেহ ফিরল বাড়িতে

নয়াদিল্লি, ২১ সেপ্টেম্বর (হি.স.): দীর্ঘ ৪৩-দিনের রুদ্ধশ্বাস লড়াই শেষ। মাত্র ৫৮ বছর বয়সে প্রয়াত হয়েছেন জনপ্রিয় কৌতুকশিল্পী রাজু শ্রীবাস্তব। গত ১০ আগস্ট জিমে শরীরচর্চা করার সময় হৃদরোগে আক্রান্ত হন কৌতুকশিল্পী রাজু শ্রীবাস্তব। সঙ্কটজনক অবস্থায় ভর্তি করা হয় দিল্লির এইমস-এ। সেই থেকে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছিলেন শিল্পী। বুধবার তাঁর পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে, রাজু শ্রীবাস্তব আর নেই। পরিবারের পক্ষ থেকে আরও জানানো হয়েছে, বৃহস্পতিবার রাজু শ্রীবাস্তবের শেষকৃত্য সম্পন্ন হবে দিল্লির নিগামবোধ ঘাটে। তার আগে এদিনই এইমস থেকে বাড়িতে নিজে যাওয়া হয় রাজুর মরদেহ।

গত ১০ আগস্ট দিল্লির এইমস ভর্তি করানোর পর ভেন্টিলেটরেই ছিলেন কৌতুকশিল্পী ও অভিনেতা রাজু শ্রীবাস্তব। বিগত প্রায় দেড় মাস ধরে কখনও জানা যায়, রাজুর শারীরিক অবস্থার উন্নতি হয়েছে। আবার কখনও জানা যায়, কৌতুকশিল্পীর শারীরিক অবস্থার অবনতি হয়েছে। দীর্ঘ দিন এইমস-এ চিকিৎসাধীন থাকার পর প্রয়াত হয়েছেন রাজু শ্রীবাস্তব। ১৯৮০ থেকে বিনোদন শিল্পে কাজ করছেন রাজু। ২০০৫-এ একটি হাস্যকৌতুকের অনুষ্ঠানে অংশ নেওয়ার পর প্রথম বার শিরোনামে আসেন তিনি। ‘ম্যায়নে পিয়ার কিয়া’, ‘বাজিগর’-এর মতো একাধিক জনপ্রিয় ছবিতে ছোট চরিত্রে অভিনয় করেছেন রাজু। তিনি উত্তর প্রদেশের ‘ফিল্ম ডেভলপমেন্ট কাউন্সিলের’ চেয়ারম্যানও ছিলেন।

রাজু শ্রীবাস্তবের প্রয়াণে শোকের ছাড়া দেশজুড়ে। রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, বিভিন্ন কেন্দ্রীয় মন্ত্রীরা শোকজ্ঞাপন করেছেন।

রাষ্ট্রপতি : রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু রাজু শ্রীবাস্তবের প্রয়াণে গভীর শোক ব্যক্ত করেছেন। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু শোকবার্তায় জানিয়েছেন, প্রখ্যাত কৌতুকাভিনেতা রাজু শ্রীবাস্তবের অকাল প্রয়াণ অত্যন্ত দুঃখজনক। হাস্যকর অভিনয়ের মাধ্যমে দর্শকদের বিমোহিত করার এক অদ্ভুত প্রতিভা ছিল তাঁর। রাজু শ্রীবাস্তবের জন্য ভারতে কমেডির মঞ্চায়ন নতুন পরিচিতি পায়। তাঁর পরিবার ও অনুরাগীদের প্রতি আমার সমবেদনা।
প্রধানমন্ত্রী : প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী রাজু শ্রীবাস্তবের প্রয়াণে গভীর শোক ব্যক্ত করেছেন। রাজু শ্রীবাস্তবের প্রয়াণের খবর শোনার পর টুইট করে প্রধানমন্ত্রী লিখেছেন, “রাজু শ্রীবাস্তব হাসি, কৌতুক এবং ইতিবাচকতা দিয়ে আমাদের জীবনকে উজ্জ্বল করেছেন। তিনি খুব তাড়াতাড়ি আমাদের ছেড়ে চলে গেলেন, কিন্তু বছরের পর বছর ধরে তাঁর সমৃদ্ধ কাজের জন্য তিনি অসংখ্য মানুষের হৃদয়ে বেঁচে থাকবেন। তাঁর মৃত্যু দুঃখজনক। তাঁর পরিবার ও ভক্তদের প্রতি সমবেদনা। ওম শান্তি।”
প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং : বিশিষ্ট কৌতুকশিল্পী ও অভিনেতা রাজু শ্রীবাস্তবের প্রয়াণে গভীর শোকপ্রকাশ করেছেন প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং। প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং টুইটারের মাধ্যমে শোকপ্রকাশ করে জানিয়েছেন, “প্রখ্যাত কৌতুকশিল্পী রাজু শ্রীবাস্তবের প্রয়াণে আমি গভীরভাবে শোকাহত। একজন দক্ষ শিল্পী হওয়ার পাশাপাশি তিনি একজন প্রাণবন্ত মানুষও ছিলেন। সামাজিক ক্ষেত্রেও তিনি ছিলেন অত্যন্ত সক্রিয়। আমি তাঁর শোকসন্তপ্ত পরিবার এবং অনুরাগীদের প্রতি সমবেদনা জানাই।”
কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ : কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ শোকবার্তায় জানিয়েছেন, “প্রখ্যাত কৌতুকশিল্পী রাজু শ্রীবাস্তবের স্বতন্ত্র শৈলী ছিল, তিনি নিজস্ব আশ্চর্যজনক প্রতিভা দিয়ে সবাইকে মুগ্ধ করেছিলেন। তাঁর মৃত্যু শিল্পকলা জগতের জন্য অপূরণীয় ক্ষতি। আমি তাঁর পরিবার ও অনুরাগীদের প্রতি সমবেদনা জানাচ্ছি। ঈশ্বর তাঁদের এই কষ্ট সহ্য করার শক্তি প্রদান করুক। ওম শান্তি।”
জে পি নাড্ডা : কৌতুকশিল্পী রাজু শ্রীবাস্তবের অকাল-প্রয়াণে গভীর শোকব্যক্ত করে বিজেপির সর্বভারতীয় সভাপতি জগৎ প্রকাশ নাড্ডা টুইট করে লিখেছেন, “প্রখ্যাত কৌতুকশিল্পী রাজু শ্রীবাস্তবের মৃত্যু সংবাদ শুনে আমি নির্বাক। হাস্য কলা জগতে নিজের ছাপ রেখে গিয়েছেন রাজু শ্রীবাস্তব। শোকের এই মুহূর্তে তাঁর পরিবার এবং অনুরাগীদের প্রতি আমার সমবেদনা। ঈশ্বরের কাছে তাঁর আত্মার শান্তি কামনা করছি।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *