পাথারকান্দি (অসম), ২০ সেপ্টেম্বর (হি.স.) : দুষ্কৃতী হামলায় গুরতর আহত পাথারকান্দির ফরিদকোণা-দোহালিয়া গ্রাম পঞ্চায়েত (জিপি)-এর টিলাগাঁওয়ের বাসিন্দা নাজিম উদ্দিনের ওপর হামলাকারীদের ওপর হামলাকারীদের আজও ধরতে পারেনি পুলিশ। পুলিশের ভূমিকায় ক্ষুব্ধ নাজিমের পরিবারের সদস্য এবং সংশ্লিষ্ট গ্রামের মানুষ।
আজ মঙ্গলবার নাজিমের ভাই নিজাম উদ্দিন ও আসাব উদ্দিন এবং স্থানীয় মানুষ সংবাদকর্মীদের এ সম্পর্কে পুলিশের বিরুদ্ধে বিস্তর অভিযোগ তুলেছেন। তাঁরা বলেন, গত আগস্টের ২৮ তারিখ রাতে নাজিম আসিমগঞ্জ বাইপাস থেকে বাড়ি ফেরার পথে কয়েকজন দুষ্কৃতীর হাতে প্রাণঘাতী হামলার শিকার হন। তাঁকে দুষ্কৃতীরা বেধড়ক মারপিট করে মৃতপ্রায় অবস্থায় রাস্তায় ফেলে গা ঢাকা দেয়। পরে স্থানীয়রা তাঁকে সেখান থেকে উদ্ধার করে প্রথমে পাথারকান্দি হাসপাতালে নিয়ে যান। কিন্তু তাঁর অবস্থা গুরুতর হওয়ায় করিমগঞ্জ সিভিল হাসপাতাল এবং পরে শিলচর মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
শিলচর মেডিক্যালে চিকিৎসার পর সম্প্রতি কিছুটা সুস্থ হলে তাঁকে বাড়িতে নিয়ে আসা হয়। কিন্তু নাজিম এখনও সম্পূর্ণ সুস্থ হয়ে উঠেননি। ঘটনার পর যথারীতি পাথারকান্দি থানায় এজাহার দায়ের করা হয়েছিল। পুলিশ তদন্তে নেমে ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে দুজনকে আটক করলেও পরে জামিনে মুক্ত করে দেয়। অথচ নাজিম আজও মৃত্যু-পথযাত্রী।
পুলিশের এ ধরনের আচরণে নাজিমের পরিবার এবং গ্রামের মানুষ হতাশ এবং অবশ্যই ক্ষুব্ধ। তাঁরা ওই ঘটনার সুষ্ঠু তদন্ত সহ সুবিচারের দাবিতে বিধায়ক কৃষ্ণেন্দু পাল, সার্কল অফিসার অর্পিতা দত্তমজুমদার, পুলিশ সুপার পদ্মনাভ বরুয়া এবং ওসি সমরজিৎ বসুমতারির আশু হস্তক্ষেপ কামনা করেছেন।

