দক্ষিণ ২৪ পরগণা, ২০ সেপ্টেম্বর (হি. স.): নবম শ্রেণির এক ছাত্রের দেহ উদ্ধার হল নরেন্দ্রপুর থানার অন্তর্গত খেয়াদহ গ্রাম পঞ্চায়েতের একটি জলাশয় থেকে। এই ঘটনায় এলাকা জুড়ে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। ঘটনার তদন্তে নেমেছে পুলিশ। মৃত ছাত্রের নাম বিশাল করণ।
দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। অনুমান, ত্রিকোণ প্রেমের জেরেই খুন হতে হয়েছে ওই স্কুল পড়ুয়াকে। এ ব্যাপারে পুলিশ বিলাশের দুই বন্ধুর খোঁজ করছে।
নয়াবাদ হাইস্কুলের নবম শ্রেণির ছাত্র ছিল বিশাল। জানা গিয়েছে, গত সোমবার বিশালের বাড়ি এসেছিল তার এক বন্ধু। তার সঙ্গেই স্কুলে গিয়েছিল বিশাল। স্কুল ছুটির দীর্ঘক্ষণ পরেও বাড়ি ফেরেনি বিশাল। তারপর মঙ্গলবার সাইবেরবাদের জলাশয় থেকে উদ্ধার হয় দেহ।
স্থানীয় সূত্রে খবর, বিশালকে শেষ দেখা গিয়েছিল তার ৩ বন্ধুর সঙ্গে। সেখানে ছিলেন এক ছাত্রীও। এলাকাবাসীদের অনুমান, ত্রিকোণ প্রেমের জেরেই খুন হতে হয়েছে বিশালকে। পরিবারের পক্ষ থেকেও অভিযোগ, খুন করা হয়েছে তাদের বাড়ির ছেলেকে। বিশাল সাঁতার জানত তাই ডুবে মারা যাওয়ার কথা নয়। আরও দাবি, যে জলাশয় থেকে দেহ উদ্ধার হয়েছে, সেই জলাশয়ে কোমর পর্যন্ত জল তাই ডুবে মৃত্যু হতে পারে না। শোনা যাচ্ছে, বিশালের ২ সহপাঠী নিখোঁজ। তারা কোথায়? কেন নিখোঁজ, তা নিয়েও প্রশ্ন উঠছে। ঘটনার তদন্তে নেমেছে পুলিশ।

