Karimganj :ছয় দফা দাবির ভিত্তিতে ধরনা কর্মসূচি করিমগঞ্জ জেলা প্রাথমিক শিক্ষক সম্মিলনীর

করিমগঞ্জ (অসম), ২০ সেপ্টেম্বর (হি.স.) : ছয় দফা দাবির ভিত্তিতে আজ মঙ্গলবার করিমগঞ্জের ডিইইও কার্যালয়ের সামনে ধরনা কর্মসূচি পালন করেছে করিমগঞ্জ জেলা প্রাথমিক শিক্ষক সম্মিলনী।

করিমগঞ্জ জেলা প্রাথমিক শিক্ষাধিকারিকের কার্যালয়ের সামনে অসম রাজ্য প্রাথমিক শিক্ষক সম্মিলনীর আহ্বানে এদিন দুপুর ১২টা থেকে ১.০০টা পর্যন্ত এক ঘণ্টার ধরনা কর্মসূচি পালন করা হয়। দাবিগুলোর মধ্যে রয়েছে পুরনো পেনশন নীতি বহাল রাখা, ঠিকা ভিত্তিক শিক্ষকদের চাকরি নিয়মিত করা, রাষ্ট্রীয় শিক্ষা নীতি ২০২০-এ বিদ্যমান সব ধরনের শিক্ষক-বিরোধী দফা প্রত্যাহার করা, দেশের সকল রাজ্যে সপ্তম বেতন কমিশন প্রয়োগ করা, সপ্তম বেতন কমিশন অনুসারে সকল প্রকার বকেয়া শীঘ্র মিটিয়ে দেওয়া এবং শিক্ষায় ব্যক্তিগত অংশীদারিত্ব বন্ধ করা।

এদিনের ধরনা কর্মসূচিতে জেলা প্রাথমিক শিক্ষক সম্মিলনীর প্রত্যেক কর্মকর্তা এবং কেন্দ্রীয় প্রতিনিধিগণ উপস্থিত ছিলেন। এছাড়াও ছিলেন সম্মিলনীর জেলা সভাপতি নুর উদ্দিন ও জেলা সম্পাদক গৌরীশ রায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *