নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৯ সেপ্টেম্বর : বিধানসভার বিধায়ক পদ হারাতে চলেছেন আইপিএফটি দলের বিধায়ক বৃষকেতু দেববর্মা৷ সোমবার এই কথা জানিয়েছেন বিধানসভার অধ্যক্ষ রতন চক্রবর্তী৷ সোমবার ছিল শেষ হেয়ারিং এর দিন৷ এদিনও বিধায়ক বৃষকেতু দেববর্মা অনুপস্থিত ছিলেন৷ এছাড়াও বেশ কয়েকবার উনাকে ডেকে পাঠানো হয়েছিল৷ তিনি কোনওবারই সশরীরে হাজির হননি৷ সোমবার শেষ হেয়ারিং এর দিনও তিনি উপস্থিত না থাকায় উনাকে আর সময় দেওয়া হবে না বলে জানিয়েছেন বিধানসভার অধ্যক্ষ৷ এদিকে মঙ্গলবারের মধ্যেই এই বিধায়ক বৃষকেতু দেববর্মার বধায়ক পদ খারিজ করার আইনি ঘোষণা হতে পারে বলে জানিয়েছেন অধ্যক্ষ রতন চক্রবর্তী৷
2022-09-19

