নিজ বাড়িতেই অবসরপ্রাপ্ত বিএসএফ জওয়ানের ঝুলন্ত মৃতদেহ উদ্ধার

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৯ সেপ্টেম্বর : পূর্ব আড়ালিয়া চাম্পামুড়ায় নিজ বাড়ির বাথরুম থেকে অবসরপ্রাপ্ত বিএসএফ জওয়ানের মৃতদেহ উদ্ধার করা হয়েছে৷ ঘটনা সোমবার৷ মৃত অবসরপ্রাপ্ত বিএসএফ জওয়ানের নাম রবীন্দ্র মালাকার৷ ঘটনাকে কেন্দ্র করে এলাকায় তীব্র চাঞ্চলের সৃষ্টি হয়েছে৷ পারিবারিক সূত্রে জানা গেছে গতকাল রাতে খাওয়া-দাওয়া শেষে তিনি নিজের ঘরে ঘুমিয়ে পড়েন৷ সোমবার সকালে তাকে কোথাও খুঁজে পাওয়া যাচ্ছিল না৷ খোঁজাখুঁজি করে বাথরুমের ভিতরে তার ঝুলন্ত মৃতদেহ দেখতে পান পরিবারের লোকজনরা৷ দেখতে পেয়েই পরিবারের লোকজনরা চিৎকার শুরু করেন৷ চিৎকার চেঁচামেচি শুনে প্রতিবেশীরা ছুটে আসেন৷ ঝুলন্ত মৃতদেহ দেখতে পেয়ে স্থানীয় লোকজনরা বিষয়টি পুলিশকে জানান৷ খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে ছুটে যায় এবং সেখান থেকে ঝুলন্ত মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে পাঠায়৷ পরিবারের তরফ থেকে জানানো হয় তাদের পরিবারে কোন ধরনের ঝামেলা ছিল না৷ তা সত্ত্বেও কেন অবসরপ্রাপ্ত ওই বিএসএফের জওয়ান ফাঁসিতে আত্মহত্যা করেছেন তা নিয়ে জনমনে কৌতূহলের সৃষ্টি হয়েছে৷ প্রাথমিকভাবে আশঙ্কা করা হচ্ছে মানসিক অবসাদ থেকেই হয়তো তিনি আত্মহত্যার পথ বেছে নিয়েছেন৷ পুলিশ প্রাথমিকভাবে অস্বাভাবিক মৃত্যুজনিত মামলা গ্রহণ করে ঘটনা তদন্ত শুরু করেছে৷ তবে এর পেছনে অন্য কোন রহস্য আত্মগোপন করে রয়েছে কিনা তা ময়নাতদন্তের রিপোর্ট পাওয়ার পরে জানা যাবে বলে পুলিশ জানিয়েছে৷ এদিকে ময়নাতদন্তের পর মৃতদেহটি পরিবারের লোকজনদের হাতে তুলে দেওয়া হয়৷ মৃতদেহটি এলাকায় নিয়ে আসা হলে গোটা এলাকার শোকস্তব্ধ হয়ে পড়ে৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *