৩ ইভেন্টের রাজ্য স্তরীয় স্কুল ক্রীড়া শুরু ২৭শে

ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ১৯ সেপ্টেম্বর।। রাজ্য স্তরীয় স্কুল ক্রীড়া ৬ দিন পিছিয়ে ২৭ সেপ্টেম্বর থেকে শুরু হচ্ছে। বিভিন্ন স্কুল সমূহে ছাত্র-ছাত্রীদের পরীক্ষা চলছে বলে অনিবার্য কারণে তিন ইভেন্টের ক্রীড়া প্রতিযোগিতা ছয় দিন পিছিয়ে নিতে হচ্ছে। ২১ সেপ্টেম্বরের পরিবর্তে স্কুল অ্যাথলেটিক্স, জুডো ও সাঁতার প্রতিযোগিতার আসর ২৭ সেপ্টেম্বর থেকে শুরু হবে। তিনদিন ব্যাপী এই প্রতিযোগিতা চলবে ২৯ সেপ্টেম্বর পর্যন্ত। উল্লেখ্য, তিনটি ইভেন্টেই বালক বালিকা উভয় বিভাগে অনূর্ধ্ব ১৪, ১৭ ও ১৯ বছর গ্রুপে প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। অ্যাটলেটিক্স এর আসর বসবে ধলাই জেলার কমলপুরে। জুডো প্রতিযোগিতা হবে উত্তর জেলার পানি সাগরে। সাঁতার প্রতিযোগিতা হবে বাধারঘাটস্থিত ত্রিপুরা স্পোর্টস স্কুলে। তিন ইভেন্টের প্রতিযোগিতার ক্ষেত্রেই খেলোয়াড়রা ২৭ সেপ্টেম্বর মধ্যাহ্নের আগে প্রতিযোগিতা স্থলে রিপোর্ট করবে বলে যুব কল্যাণ ও ক্রীড়া দপ্তরের যুগ্ম অধিকর্তা এক বিজ্ঞপ্তিতে জানিয়েছেন।