BRAKING NEWS

Football:উমাকান্ত, আমরা ক’জনার ম্যাচ ড্র, লিগের ভাইটাল ২টি ম্যাচ সোমবার

উমাকান্ত – ২

আমরা ক’জনা – ২

ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ১৮ সেপ্টেম্বর।। সি-ডিভিশন লিগ ম্যাচ দুই-দুই গোলে ড্র তে নিষ্পত্তি হয়েছে। খেলা ছিল আমরা ক’জনা বনাম উমাকান্ত কোচিং সেন্টারের মধ্যে। অমীমাংসিত ম্যাচের সুবাদে দুই দল এক-এক করে পয়েন্ট ভাগ করে নিয়েছে। আমরা ক’জনাকে রুখে উমাকান্ত কোচিং সেন্টার পয়েন্টের ভাগ বসিয়েছে ঠিকই তবে লীগের গুরুত্বপূর্ণ ম্যাচে জয়ী না হওয়ার আফসোস রয়েছে দু’দলের মধ্যেই। আখেরে বেশি ক্ষতি হয়েছে আমরা ক’জনার। এই মুহূর্তে গ্রুপ-বি থেকে সুপার লিগে খেলা আমরা ক’জনার পক্ষে অনিশ্চিত হয়ে পড়েছে। অরুন্ধতীনগর পুলিশ মাঠে দিনের দ্বিতীয় খেলায় আমরা ক’জনা বনাম উমাকান্ত কোচিং সেন্টারের ম্যাচটি দুই-দুই গোলে ড্র তে নিষ্পত্তি হয়েছে। খেলা শুরুতে প্রথম মিনিটেই সিয়াম থানা ডারলং-এর গোলে দল ১-০তে এগিয়ে গেলেও ১৪ মিনিটের মাথায় আমরা ক’জনার খতেন্দ্র রিয়াং গোলটি শোধ করে খেলায় সমতা ফিরিয়ে আনে। প্রথমার্ধে তৃতীয় গোলের লক্ষ্যে দু’দলের ছেলেরা আক্রমণ প্রতি আক্রমণ অব্যাহত রাখলেও জালে বল জড়ানোর কাজটি কেউ করতে পারেনি। দ্বিতীয়ার্ধ শুরুতে আমরা ক’জনার খেলোয়াড়রা কিছুটা আক্রমণাত্মক খেললে ছয় মিনিট বাদে ঠিকই একটি সাফল্য পায়। রোহিত জমাতিয়ার গোলে আমরা ক’জনা দুই-এক’এ লিড নেয়। কিন্তু একইভাবে এই লিড ধরে রাখতে পারেনি। খেলার ৬৫ মিনিটের মাথায় উমাকান্ত কোচিং সেন্টারের অন্যতম স্ট্রাইকার সিয়াম থানা ডারলং আরও একটি গোল করে পুনরায় সমতা ফিরিয়ে আনে। পরবর্তী ১৫ মিনিটের খেলায় জয় সূচক গোলের সন্ধান কেউ পায়নি। উল্লেখ্য, খেলার প্রথমার্ধে উমাকান্ত কোচিং সেন্টারের রঞ্জিত সেনকে রেফারি হলুদ কার্ড দেখিয়ে সতর্ক করেন। ম্যাচ পরিচালনায় ছিলেন রেফারি প্রভাস দেবনাথ, পল্লব চক্রবর্তী, হরি শর্মা ও সুপ্রিয়া দাস। দিনের খেলা: এনএসআরসিসি বনাম স্কাইলার্ক ক্লাব, বেলা একটায়। ব্লাডমাউথ ক্লাব বনাম আনন্দ ভবন, বিকেল তিনটায়। পুলিশ মাঠে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *