কলকাতা, ১৮ সেপ্টেম্বর (হি.স.) : নবান্ন অভিযানে আহত বিজেপি কর্মীদের সঙ্গে দেখা করতে রাজ্যে এসেছেন কেন্দ্রীয় নেতৃত্ব। তাদের সফরকে ‘সাইবেরিয়ার মরসুমি পাখির মরসুমি সফর’ বলে কটাক্ষ তৃণমূলের।
নবান্ন অভিযানে আহত বিজেপি কর্মীদের সঙ্গে দেখা করতে রাজ্যে এসেছেন কেন্দ্রীয় নেতৃত্ব। পশ্চিমবঙ্গের দায়িত্বে থাকা দুই নেতা মঙ্গল পাণ্ডে এবং আশা লকড়া ঘুরে বেরাচ্ছেন শহরের বিভিন্ন প্রান্তে। আহত বিজেপি কর্মীদের সঙ্গে দেখা করে তাঁদের মনোবল চাঙ্গা করার বার্তা দিলেন বিজেপির কেন্দ্রীয় নেতারা। জানা নিয়ে কটাক্ষ করলেন তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক তথা মুখপাত্র কুণাল ঘোষ। বলেন, এর আগে এরকম অনেক নেতা এসেছেন-গিয়েছেন। সাইবেরিয়ার পাখিরা আসা-যাওয়া করে। বিজেপি ত্রিপুরায় মতো গুন্ডামি করেছে। সত্যি অবস্থা জানতে এসএসকেএমে চিকিৎসাধীন উপ নগরপালকে দেখতে যেতে পারতেন। দিল্লির দম দেওয়া পুতুল ওঁরা। এসব করে কোনও লাভ হবে না।”

