BRAKING NEWS

Football :বড়পাথারিতে সুকোমল স্মৃতি ফুটবল দেবরাজের গোলে চ্যাম্পিয়ন যশমুড়া

ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ১৮ সেপ্টেম্বর।। সারাক্ষণ প্রাধান্য নিয়ে খেলে, অজস্র সুযোগ নষ্ট করে খেতাব হাতছাড়া করলো উদয়পুরের কে বি আই মর্ণিং ক্লাব। দেবরাজ জমাতিয়ার দেওয়া নূণ্যতম গোলে খেতাব জয় করলো যশমুড়ার রিয়াং পাড়া।  বিলোনিয়ার বরপাখারিতে বিশেষ করে সোনাপুরে আয়োজিত সুকোমল চক্রবর্তী স্মৃতি ফুটবল টুর্নামেন্টে। বড়পাথারি স্কুল মাঠে রবিবার মহারণে যশমুড়া হারিয়ে দেয়  উদয়পুরের কে বি আই মর্ণিং ক্লাব। এদিন সকাল থেকে মুষলধারে বৃষ্টির ফলে মাঠ কিছুটা পিচ্ছিল হয়ে পড়ে। ফলে কিছুটা অসুবিধে হয় দুদলের ফুটবলারদের নিজেদের সেরা খেলাটা মেলে ধরতে। তারপরও প্রশ্নাতিত প্রাধান্য নিয়ে খেলেন  উদয়পুরের কে বি আই মর্ণিং ক্লাবের ফুটবলাররা। কিন্তু তাদের গোলকানা রোগের কারনেই হারতে হলোচ। নতুবা অন্তত ২-‌১ গোলে জয় পেতে পারতো  উদয়পুরের কে বি আই মর্ণিং ক্লাব। কয়েক হাজার ফুটবলপ্রেমীদের উপস্থিতিতে এদিন শুরু থেকেই দুদলের ফুটবলাররা আক্রমাত্তক ফুটবল খেলতে থাকে। দক্ষতা, শক্তি এবং গতিতে প্রায় সমস্পন্ন হলেও বল দখলের লড়াইয়ে এগিয়ে ছিলেন কে বি আইয়ের ফুটবলাররা। কিন্তু ফুটবল মাঠের আসল কাজ বল জালে জড়ানো-‌ তাই করতে পারলো না কে বি আইয়ের ফুটবলাররা। প্রথমার্ধের ২০ মিনিটে দেবরাজ জমাতিয়ার গোলে এগিয়ে যায় যশমুড়ার রিয়াং পাড়া। সমতা ফেরানোর বহু সুযোগ পেলেও আক্রমণভাগের ফুটবলারদের ব্যর্থতায় জাল নাড়াতে পারেননি ভক্ত সাধন জমাতিয়ারা। শেষ পর্যন্ত দেবরাজের গোলেই খেতাব জয় করে  যশমুড়ার রিয়াংপাড়া। ম্যাচটি দুর্দান্তভাবে পরিচালনা করেন টিঙ্কু দে। খেলা শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দক্ষিণ জেলা জিলা পরিষদের সভাধিপতি কাকলি দাস দত্ত, সহ সভাধিপতি ভিভিষন চন্দ্র দাস,৩৪ রাজনগর মন্ডলের সভাপতি রণজিৎ সরকার,উদ্যোক্তা ব্লাডমাউথ ক্লাবের সভাপতি সুব্রত মজুমদার, সচিব সুধন সরকার এবং পি আর বাড়ি থানার ও সি পঙ্কজ বাবু। চ্যাম্পিয়ন এবং রানার্স দলকে সুদৃশ্য ট্রফি ছাড়াও প্রাইজমানি বাবদ দেওয়া হয় যথাক্রমে ৪০ এবং ২৫ হাজার টাকা। এছাড়া ফেয়ার প্লে ট্রফি পায় ইয়ুথ ফোরাম, ফাইনাল ম্যাচের সেরা বিজয়ী দলের দেবরাজ জমাতিয়া এবং আসরের সেরা বিজীত দলের চুকথার জমাতিয়াকে পুরস্কৃত করা হয়। প্রসঙ্গত:‌আসরে ৩ জেলার ৫ মহকুমা থেকে৩২ দল অংশ নিয়েছিলো।এখন মূল পর্বের লড়াই চলছে

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *