ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ১৮ সেপ্টেম্বর।। আগামীকাল অভিযান শুরু করছে ত্রিপুরা স্পোর্টস স্কুলের বালিকারা। প্রতিপক্ষ শক্তিশালী গোয়া। আম্বেদকর স্টেডিয়ামে আগামীকাল বিকেল ৫ টায় শুরু হবে ম্যাচটি। দিল্লিতে অনুষ্ঠিত অনূর্ধ্ব-১৭ বালিকাদের সুব্রত মুখার্জি কাপ ফুটবলে। ওই ম্যাচে ভালো ফলাফল করার লক্ষ্যে রবিবার শেষ প্রস্তুতি সেরে নেয় রাজ্যের সেরা ত্রিপুরা স্পোর্টস স্কুলের বালিকা ফুটবলাররা। এদিন প্রায় দুই ঘন্টা অনুশীলন করানো হয় সুয়ারি দেববর্মাদের। কোচ কল্পনা দেববর্মা ফুটবলারদের শারীরিক সক্ষমতা বাড়ানোর পাশাপাশি ম্যাচের কাঙ্খিত পরিস্থিতি নিয়ে অনুশীলন করান। ‘বি’ গ্রুপে ত্রিপুরা স্পোর্টস স্কুলের ম্যাচটি খুবই গুরুত্বপূর্ণ। কারন গ্রুপ থেকে একটি দল কোয়ার্টার ফাইনালে খেলার ছাড়পত্র অর্জন করবে। ফলে আগামীকাল যে দলই জয়লাভ করবে সেই দলই শেষ আটে যাওয়ার দৌড়ে এগিয়ে যাবে। এদিকে শনিবার দুপুরের পর ত্রিপুরা স্পোর্টস স্কুলের ফুটবলাররা দেশের রাজধানীতে পা রাখে। এরপর ফুটবলারদের ডাক্তারি পরীক্ষা হয়। তাতে সবকটি ফুটবলার উত্তীর্ণ হয়েছে। আসরে ত্রিপুরা স্পোর্টস স্কুলকে নেতৃত্ব দেবে সুয়ারি দেববর্মা। আগামীকাল থেকে ২৮ সেপ্টেম্বর দিল্লিতে হচ্ছে আসর। তাতে ত্রিপুরাকে ‘বি’ গ্রুপে রাখা হয়েছে। ত্রিপুরার গ্রুপে রয়েছে শক্তিশালী গোয়া এবং বাল ভারতী স্কুল। ২০ সেপ্টেম্বর বিকেল ৫ টায় গ্রুপে ত্রিপুরার শেষ প্রতিপক্ষ বাল ভারতী স্কুল। দলের ম্যানেজার সুশান্ত দেববর্মা দিল্লি থেকে টেলিফোনে বলেন, “প্রতিপক্ষ দল শক্তিশালী হলেও আমাদের মেয়েরা ঘাবড়াচ্ছে না। শেষ মিনিট পর্যন্ত লড়াই করতে মরিয়া মেয়েরা। আশাকরি ভালো খেলা হবে”। ত্রিপুরা দল: কেয়া দেববর্মা, প্রীথা ত্রিপুরা, মেরিন জমাতিয়া (সহ অধিনায়িকা),তনু বাগডি, শিয়ারি ত্রিপুরা (অধিনায়িকা), মারিনা জমাতিয়া, লোতাতি জমাতিয়া, শামফারি জমাতিয়া, শায়ারি ত্রিপুরা,শ্রীয়া দেব, মালিনা রিয়াং, স্মৃতি জমাতিয়া, আলিশা দেববর্মা, সুহানা জমাতিয়া, সন্দিয়া জমাতিয়া এবং আদরি জমাতিয়া। কোচ: কল্পনা দেববর্মা, ম্যানেজার: সুশান্ত দেববর্মা।