ভোপাল, ১৮ সেপ্টেম্বর (হি.স.) : আদিবাসী সমাজের গর্ব এবং মহান স্বাধীনতা সংগ্রামী রাজা শঙ্কর শাহ এবং কুমার রঘুনাথ শাহকে তাঁদের আত্মত্যাগের দিনে স্মরণ করে শ্রদ্ধা নিবেদন করেছেন মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহান।
সরকারি তথ্য অনুসারে, মুখ্যমন্ত্রী চৌহান মহান স্বাধীনতা সংগ্রামী অমর শহিদ রাজা শঙ্কর শাহ এবং কুমার রঘুনাথ শাহকে শ্রদ্ধা জানান। মাতৃভূমির স্বাধীনতা ও গর্বের জন্য তাদের জীবন উৎসর্গ কথা স্মরণ করে তিনি বলেন, তাঁর বীরত্বগাঁথা সর্বদা ভারতীয়দের হৃদয়ে দেশপ্রেম জাগিয়ে তুলবে।
মুখ্যমন্ত্রী আদিবাসী সমাজের গর্ব, মহান স্বাধীনতা সংগ্রামী, অমর ত্যাগী রাজা শঙ্কর শাহ-রঘুনাথ শাহ-এর আত্মত্যাগের স্মরণে এখানে স্মার্ট সিটি গার্ডেনে একটি চারা রোপণ করেন।