Protest:মহেশতলায় বামেদের পথসভাকে কেন্দ্র করে বিক্ষোভ

কলকাতা, ১৮ সেপ্টেম্বর (হি. স.) : রবিবার ছুটির বেলায় উতপ্ত শহর । বেহাল রাস্তার প্রতিবাদে দক্ষিণ ২৪ পরগনার মহেশতলায় বামেদের পথসভাকে কেন্দ্র করে থানার সামনে বিক্ষোভ ।

অভিযোগ ওঠেছে, দক্ষিণ ২৪ পরগনার মহেশতলায় রাস্তার অবস্থা বেহাল । অনেকদিন ধরেই সমস্যা হচ্ছিল সাধারণ মানুষকে । এই ঘটনায় সভা শুরুর আগেই বাম কর্মী, সমর্থকদের আটক করে পুলিশ । জামার কলার ধরে, টেনে-হিঁচড়ে নিয়ে মহেশতলা থানায় যাওয়া হয় বাম কর্মীদের । বজবজ ট্রাঙ্ক রোডের বেহাল দশা, রাস্তা সারানোর দাবিতে আজ বাটা মোড় ও চকমির এলাকায় দুটি পথসভার আয়োজন করে সিপিএম । সভা শুরুর আগেই পুলিশ বাম কর্মী, সমর্থকদের আটক করায় উত্তেজনা ছড়ায় । প্রতিবাদে মহেশতলা থানার সামনে বামেদের বিক্ষোভ ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *