PM Modi:জাতীয় লজিস্টিক নীতি চালু করলেন প্রধানমন্ত্রী মোদী

নয়াদিল্লি, ১৭ সেপ্টেম্বর (হি.স.) : শনিবার ন্যাশনাল লজিস্টিক পলিসি (এনএলপি) চালু করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। নীতির উদ্দেশ্য হল লজিস্টিক খরচ কমানো।

এই উপলক্ষে কেন্দ্রীয় মন্ত্রী পীযূষ গোয়েল বলেন, লজিস্টিকস হল অর্থনীতির লাইফলাইন। এই নীতি লজিস্টিক খাতকে নতুন দিক ও নতুন মাত্রায় নিয়ে যেতে কাজ করবে। তিনি আরও বলেন, খাদ্যশস্য হোক বা নিত্যপ্রয়োজনীয় পণ্য, তা সঠিক সময়ে সব মানুষের কাছে পৌঁছাতে হবে। আন্তর্জাতিক বাণিজ্যেও আমরা নতুন রেকর্ড গড়েছি। ভারত পরিবহন পরিকাঠামো শক্তিশালী করার জন্য গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিয়েছে।
তিনি বলেন, গত বছর প্রধানমন্ত্রীর গতিশক্তি জাতীয় মহাপরিকল্পনা চালু হলে উন্নয়নের যাত্রায় আরেকটি নতুন অধ্যায় যুক্ত হল। ন্যাশনাল লজিস্টিক পলিসি প্রধানমন্ত্রী গতি শক্তির সঙ্গে ডাবল ইঞ্জিন হিসেবে কাজ করবে।