মুম্বই, ১৭ সেপ্টেম্বর (হি.স.) : প্রয়াত হলেন প্রাক্তন কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী মানিকরাও গাবিত (৮৭)। শনিবার সকালে নাসিকের সুয়াশ হাসপাতালে মারা যান। গত ১২ সেপ্টেম্বর তাঁকে সুয়াশ হাসপাতালে ভর্তি করা হয়। রবিবার সকালে নন্দুরবার জেলার ধুলিপাড়া খামারে তাঁর শেষকৃত্য সম্পন্ন হবে। তাঁর মৃত্যুতে নন্দুরবার জেলার ধুলে শোকের ছায়া নেমে এসেছে।
মানিকরাও গাবিতের জন্ম নন্দুরবার জেলার নবপুর তহসিলে অবস্থিত ধুলিপাদা গ্রামে এক দরিদ্র আদিবাসী পরিবারে। তার বাবা ছিলেন গ্রামের একজন দরিদ্র কৃষি শ্রমিক। যে কারণে মানিকরাও গাভিতের শৈশব কেটেছে অত্যন্ত কঠিন পরিস্থিতিতে। নওয়াপুর গ্রাম ও এলাকায় যুবক হিসেবে রাজনৈতিক কাজ শুরু করেন। তিনি ১৯৬৫ সালে নওয়াপুর গ্রাম পঞ্চায়েতের সদস্য নির্বাচিত হন। এখান থেকেই প্রকৃত অর্থে তার রাজনৈতিক সামাজিক কাজ শুরু হয়। তিনি বনশ্রমিক সমিতিতে কাজ করা কংগ্রেস দলের একজন অনুগত কর্মী হিসেবে পরিচিতি লাভ করেন।
মানিক রাও গাবিত ১৯৮০ সালে প্রথমবারের মতো কংগ্রেস পার্টি থেকে বিধায়ক নির্বাচিত হন। এর পরপরই ১৯৮১ সালে প্রথমবার সাংসদ নির্বাচিত হন এবং ২০০৯ সাল পর্যন্ত টানা ৯ বার লোকসভার সদস্য হওয়ার গৌরব অর্জন করেন। মানিক রাও গাবিত প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিংয়ের মন্ত্রিসভায় কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী হিসাবে শপথ নেন। মানিক রাও গাবিত দুবার কেন্দ্রীয় প্রতিমন্ত্রী ছিলেন। তার মেয়ে নির্মলা গাবিত নাসিক জেলার ইগাতপুরি বিধানসভা কেন্দ্রের বিধায়ক এবং ছেলে ভারত গাবিত বিজেপির জেলা পরিষদের সদস্য। মানিক রাও গাভিতের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী একনাথ শিন্দে, উপমুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবিস এবং এনসিপি সভাপতি শরদ পাওয়ার।