Dilip Ghosh:বিভিন্ন সেবামূলক কর্মকাণ্ডের ভিডিও-সহ টুইট দিলীপ ঘোষের

কলকাতা, ১৭ সেপ্টেম্বর (হি. স.) : প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জন্মদিন উপলক্ষে বিভিন্ন সেবামূলক কর্মকাণ্ডের ভিডিও-সহ টুইট করলেন বিজেপি-র সর্বভারতীয় সহ সভাপতি দিলীপ ঘোষ।

শনিবার দিলীপবাবু পৃথক ভিডিও-সহ টুইটারে লেখেন, “দাঁতন-১ (পশ্চিম মেদিনীপুর) এর আলিকোশা গ্রামে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জন্মদিন উপলক্ষে; গ্রামের দরিদ্র মানুষের মাঝে বস্ত্র বিতরণ করা হয়। গ্রামবাসীদের সরল, সরল, আন্তরিক আচরণ হৃদয় ছুঁয়ে যায়। অপর একটি টুইটারে লেখেন, “ভারতের অন্যতম সেরা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ৭২তম জন্মবার্ষিকী উপলক্ষে খড়গপুর সদর বিধানসভা কেন্দ্রে ‘স্বচ্ছ ভারত অভিযান’। “

তৃতীয় টুইটারে দিলীপবাবু লিখেছেন, “প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির জন্মদিন উপলক্ষে জীবন সেবা দিয়ে আজকের সকাল শুরু হয়েছে। হিন্দু সংস্কৃতি অনুসারে, প্রতিটি জীব বা সত্তার মধ্যে শিব বাস করেন। আজ আমি গৌ মাতা ও কুকুর সেবা করার সুযোগ পেয়ে পরম তৃপ্তি পেয়েছি।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *