কলকাতা, ১৭ সেপ্টেম্বর (হি. স.) : “শিশুরা আর স্কুলে নিরাপদ নয়।“ টিটাগড়ের স্কুলে বিস্ফোরণ প্রসঙ্গে তোপ দাগলেন বিজেপি-র সর্বভারতীয় সহ সভাপতি দিলীপ ঘোষ।
শনিবার তিনি টুইটারে লেখেন, “উত্তর ২৪ পরগণার টিটাগড়ে ফ্রি ইন্ডিয়া হাই স্কুলের ছাদ বোমা বিস্ফোরণে উড়িয়ে দেওয়া হয়েছে। এর আগেও এ এলাকায় একাধিক বোমা বিস্ফোরণ ঘটলেও পুলিশ কখনও ইতিবাচক ভূমিকা পালন করেনি। স্কুলের শ্রেণীকক্ষে বোমা পড়লে কী হতো ভাবতে পারেন? এতে শিক্ষার্থীদের জীবন বিপন্ন হতো! মমতা সরকারের অসততার কারণে দুষ্কৃতীরা সাহস পাচ্ছে। শিশুরা আর স্কুলে নিরাপদ নয়।“