গুয়াহাটি, ১৭ সেপ্টেম্বর (হি.স.) : প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জন্মদিন উপলক্ষ্যে অখিল ভারতীয় তেরাপন্থ যুব পরিষদের সহযোগিতায় আজ রাজভবন চত্বরে রক্তদান অভিযানের সূচনা করেছেন রাজ্যপাল অধ্যাপক জগদীশ মুখি।
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জন্মদিনের সাথে সংগতি রেথে রক্তদান শিবিরের আয়োজন কয় অখিল ভারতীয় তেরাপন্থ যুব পরিষদের সমস্ত কার্যকর্তাকে ধন্যবাদ ও অভিনন্দন জানান রাজ্যপাল। রাজ্যপাল মুখি বলেন, দেশের সকল শ্রেণির মানুষের উন্নতির জন্য অক্লান্ত পরিশ্রম করে যাওয়া প্রধানমন্ত্রীর জন্য এ ধরনের প্রচেষ্টা সত্যিই একটি উপযুক্ত স্বীকৃতি। এ ধরনের রক্তদানের অভিযানে মানুষের প্রয়োজনীয়তা এবং রক্তদান করলে স্বাস্থ্যের উপকারিতা সম্পর্কে সমাজে সচেতনতা সৃষ্টি করবে। রক্তদাতাদের ধন্যবাদ জানিয়ে বলেন, যাঁরা রক্তদানের জন্য এগিয়ে এসেছেন, তাঁরা যাঁদের জীবনের জন্য প্রয়োজন তাঁদের সাহায্য করার উদ্যোগ নিয়েছেন।
রক্তদানের মতো মহৎ কাজে এগিয়ে আসতে সকলের প্রতি আহ্বান জানিয়ে রাজ্যপাল বলেন, এটি সত্যিই প্রয়োজনীয় বড় ত্যাগ, যা কাউকে জীবন দিতে পারে। এটি একটি মহৎ উদ্যোগ যা একজন ব্যক্তিকে গর্বিত করে।

